Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নড়াইলে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ জানুয়ারি ২০২৫ ১৯:৫৪

নড়াইল: নড়াইলে একটি জাহাজের সুকানি মো. সাব্বির হোসেনকে হত্যা মামলায় জাহাজে কর্মরত দুইজনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। বাকি ১ জনকে ৭ বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে নড়াইলের অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক মো. শাজাহান আলী এ আদেশ দেন। যাবজ্জীবন কারাদন্ডাদেশপ্রাপ্তরা হলেন- পটুয়াখালী জেলার চামটা গ্রামের মৃত আরশাদ আলীর ছেলে মো. ফারুক হোসেন খান ও পিরোজপুর জেলার শিয়ালকাঠি গ্রামের মৃত আমজেদ হোসেন হাওলাদারের ছেলে মো. রফিকুল ইসলাম।

বিজ্ঞাপন

৭ বছরের কারাদন্ডপ্রাপ্ত ঢাকা জেলার দারুসসালাম থানার ১৮/বি প্রথম কলোনি, লালকুঠি মাজার রোডের মুত আবু জাফর ইকবালের ছেলে মো. সাজ্জাদ হোসেন।

মামলার বিবরনে জানা যায়,২০২০ সালের ৩০ সেপ্টেম্বর দুপুরে মেহেরিন সাদ জাহাজ নিয়ে সুকানি মো. সাব্বির হোসেনসহ জাহাজের কর্মরত অন্যান্যদের নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেয়। পথিমধ্যে নড়াইলের নড়াগাতি থানার বড়দিয়া ঘাটে অবস্থানকালে বাদীর ভগ্নিপতি জাহাজের সুকানি মো. সাব্বির হোসেনকে তার সহকর্মী সাজাপ্রাপ্ত আসামীরা রাতের কোনো এক সময়ে খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে শ্বাসরোধ করে হত্যা করে নদীতে ফেলে পালিয়ে যায়। পরে ৩ অক্টোবর বাদী নড়াগাতি থানায় এসে লাশ দেখে বাদী মো. মহিদুল ইসলাম লাশ শনাক্ত করে মামলা দায়ের করেন। এ ঘটনায় বিচারিক আদালতে বাদী পক্ষের ১২ জনের সাক্ষ্য ও আসামী পক্ষে ২ জনের সাক্ষ্য গ্রহন শেষে আসামীদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমানিত হওয়ায় বিচারক এ আদেশ দেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনজে

কারাদণ্ড জাহাজ নড়াইল যাবজ্জীবন হত্যা মামলা

বিজ্ঞাপন

সেই হাথুরুসিংহকে দুষলেন আফিফ
২১ জানুয়ারি ২০২৫ ২৩:১৬

আরো

সম্পর্কিত খবর