হামলায় জড়িতদের গ্রেফতার দাবি
কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থানের হুঁশিয়ারি জাবি সমন্বয়কদের
২১ জানুয়ারি ২০২৫ ২১:৩৯ | আপডেট: ২১ জানুয়ারি ২০২৫ ২১:৪১
ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে মারধরে সাত জন আহতের ঘটনায় দ্রুত সময়ের মধ্যে দোষীদের গ্রেফতার করার দাবি জানিয়েছেন সংগঠনটির জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমন্বয়করা। না হলে কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থানের হুঁশিয়ারি দিয়েছেন তারা।
মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন তারা।
বৈষম্যবিরোধী আন্দোলনের সহসমন্বয়ক, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) শিক্ষার্থী তানজিব মো. সোহরাব রেজা বলেন, ‘সোমবার যাত্রাবাড়ী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিছু নেতাকর্মী জাতীয় বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীদের ওপর হামলা করে। সেই হামলারই বিচার চাইতে মঙ্গলবার দুপুরে বাংলামোটরে অবস্থিত রুপায়ন ট্রেড সেন্টারে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়েছিলেন। সেখানে মূলত আশিকুজ্জামান হৃদয় নামে একজনের নেতৃত্বে তাদের ওপর ফের হামলা করা হয়। তারা এক নারী শিক্ষার্থীসহ বেশ কয়েকজনকে পিটিয়ে আহত করে। এদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর।’
তিনি বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে দোষীদের গ্রেফতার করা না হলে কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান নেব।’
এর পর বৈষম্যবিরোধী আন্দোলনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক ও সদস্যরা বাংলামোটর অভিমুখে একটি বিক্ষোভ মিছিল নিয়ে যান।
সারাবাংলা/এসএসআর/পিটিএম