Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি নেতা সালাউদ্দিনকে বহিষ্কারের দাবিতে মহিলা দলের ঝাড়ু মিছিল

স্পেশাল করেসপডেন্ট
২১ জানুয়ারি ২০২৫ ২২:০৬

মহিলা দলের ঝাড়ু মিছিল

ঢাকা: ঢাকা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহ্উদ্দিন আহমেদকে বিএনপি থেকে বহিষ্কারের দাবিতে রাজধানীর ডেমরায় বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেছে জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২১ জানুয়ারি) স্টাফ কোয়ার্টার চৌরাস্তা এলাকায় এ কর্মসূচি পালন করে তারা। ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজের প্রফেসর, কেন্দ্রীয় জাতীয়তাবাদী মহিলা দলের সদস্য ও ডেমরা থানা মহিলা দলের সাবেক সভাপতি নায়লা ইসলামকে দুশ্চরিত্রা আখ্যা দিয়ে শীতলক্ষ্যা নদীতে ফেলে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে এ বিক্ষোভ ও ঝাড়ু মিছিল আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজে সালাহ্উদ্দিন আহমেদের দেওয়া বক্তব্যের এ হুমকির ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় নেতাকর্মীরা ক্ষোভে ফুঁসছেন বলেও মিছিলে জানিয়েছেন তারা। তাদের দাবি-বিএনপি থেকে বহিষ্কার না হওয়া পর্যন্ত সালাহ্উদ্দিনের বিরুদ্ধে মহিলা দলের নেতাকর্মীরাসহ এলাকাবাসী ও শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাবে। প্রয়োজনে রাজপথ বন্ধ করে দেবে তারা।

ঝাড়ু মিছিল শেষে সংক্ষিপ্ত সভায় ডেমরা থানা জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা বলেন, গত ৫ আগস্টের পর হঠাৎ করে বিএনপিতে সরব হয়েছেন সাবেক এমপি সালাউদ্দিন আহমেদ ও তার অনুগামী কয়েকজন। অথচ বিগত আন্দোলন সংগ্রামের ১৭ বছর বিএনপির রাজনীতি থেকে নিষ্ক্রিয় ছিলেন তিনি। বর্তমানে সুসময় দেখে আবারও বিএনপি নেতাকর্মীদের কাঁধে চড়ে একবার ঢাকা-৪ আসন আরেকবার ঢাকা-৫ আসনে এমপি হওয়ার স্বপ্ন দেখছেন তিনি। তবে তার এমপি হওয়ার স্বপ্ন, স্বপ্নই রয়ে যাবে।

বিজ্ঞাপন

তারা বলেন, পূর্বে ফ্যাসিস্ট শেখ হাসিনার গুন্ডাপান্ডারা আমাদের দলের নেতাকর্মীদের গুম খুনের হুমকি দিত, আর এখন হুমকি দেয় সালাউদ্দিন। দ্রুত সালাউদ্দিন আহমেদকে দল থেকে বহিষ্কার না করলে তিনি নেতাকর্মীদের মাঝে বিভ্রান্ত সৃষ্টি করবেন।

হুমকির শিকার নয়লা আক্তার বলেন, ‘সম্প্রতি সালাহ্উদ্দিন যাত্রাবাড়ী এ কে স্কুলের প্রধান শিক্ষককে গালিগালাজসহ অসদাচরণ করেছেন। তার কথা না শুনলে এবং সময় মতো তার সঙ্গে দেখা না করলে ওই শিক্ষককে পিটিয়ে হাড়গোড় ভেঙ্গে দেওয়ারও হুমককি দেন তিনি। এ ছাড়াও ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজের পিন্সিপাল ড.নুরে আলমকেও একই সভায় সালাহ্উদ্দিন হুমকি দিয়েছেন।‘

তিনি বলেন, ‘শ্যামপুর-কদমতলা এবং ডেমরা-যাত্রাবাড়ীর প্রতিটি কলেজ-স্কুল কমিটির কাছে টাকা দাবি করছেন। এতে দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। তাই আমি দলের হাইকমান্ডের কাছে দ্রুতসময়ে সালাউদ্দিন আহমেদকে দল থেকে বহিষ্কারের দাবি জানাই।’

তিনি বলেন, ‘আমি ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজের প্রফেসর। নিজেই বিএনপি করি। মহিলা দলের কেন্দ্রীয় সদস্য। আমি বলেছি আমি এই কলেজে আছি। এখান থেকে কেন চাঁদা নেবেন? এ কথা বলার পর থেকেই সালাউদ্দিন আমাকে নানা ধরনের হুমকি দিয়ে আসছেন ‘

সারাবাংলা/এজেড/ এইচআই

ঝাড়ু মিছিল নায়লা ইসলাম মহিলা দল সালাউদ্দিন

বিজ্ঞাপন

সেই হাথুরুসিংহকে দুষলেন আফিফ
২১ জানুয়ারি ২০২৫ ২৩:১৬

আরো

সম্পর্কিত খবর