যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মার্ক রুবিওর শপথ
২১ জানুয়ারি ২০২৫ ২৩:১৯ | আপডেট: ২১ জানুয়ারি ২০২৫ ২৩:২০
ফ্লোরিডার সিনেটর মার্কো রুবিও যুক্তরাষ্ট্রের পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। সিনেট তার মনোনয়ন নিশ্চিত করবে। এর ফলে তিনিই হবেন ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভার প্রথম সদস্য, যিনি কংগ্রেসের অনুমোদন পেতে যাচ্ছেন।
সিনেটের পররাষ্ট্রবিষয়ক কমিটিতে তার কয়েক বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে এবং আন্তর্জাতিক সংঘাতের বিষয়ে বিভিন্ন সময়ে কথা বলেছেন তিনি।
তিনিই এখন যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক। রুবিওকে পররাষ্ট্র নীতি বিষয়ে খুবই কট্টর হিসেবে বিবেচনা করা হয়। বিশেষত ইরান ও চীনের বিষয়ে।
শপথ গ্রহণের পর মার্কো রুবিও বলেছেন, ‘নতুন প্রশাসনের সবকিছু নির্ভর করবে তিনটি প্রশ্নের ওপর- ‘এটা কী আমাদের শক্তিশালী করবে? এটি কী আমাদের নিরাপদ করবে এবং এটা কী আমাদের আরও উন্নতি দিবে? যদি তা না হয়, তাহলে আমরা সেটি করব না।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র এখন নতুন যুগের দিকে এগিয়ে যাচ্ছে, যা বিশ্বকে আরও নিরাপদ করে তুলবে। ট্রাম্প এটি পরিষ্কার করেছেন যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির প্রাথমিক ভূমিকা হবে শান্তি।
সারাবাংলা/এইচআই
ডোনাল্ড ট্রাম্প পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও মার্কিন যুক্তরাষ্ট্র