Tuesday 16 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনা মেডিকেলে ভুয়া চিকিৎসক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ জানুয়ারি ২০২৫ ০০:০৪

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে আটক ভুয়া চিকিৎসক মেহেদী হাসান

খুলনা: খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে মেহেদী হাসান (৩০) নামের এক ভুয়া চিকিৎসককে আটক করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২১ জানয়ারি) রাত ৯টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়। সে নগরীর ছোট বয়রা এলাকার বাসিন্দা মো. হাসানুর রহমানের ছেলে।

খুমেক হাসপাতাল সুত্রে জানা যায়, মঙ্গলবার রাতে হাসপাতালের মেডিসিন ৭/৮ ওয়ার্ডে ভুয়া ডাক্তার পরিচয় দানকারী মেহেদী হাসান ওই ওয়ার্ডের ভেতরে ঘোরাফেরা করে নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে বিভিন্ন রোগীর সঙ্গে কথাবার্তা বলছিলেন এবং তাদের সমস্যার কথা শুনছিলেন। ওই সময় ওই ওয়ার্ডের কর্মরত সহকারী রেজিস্টার হাবিবুর রহমান তাকে দেখে শনাক্ত করেন যে, সে হাসপাতালের কোনো ইন্টার্ন চিকিৎসক না। পরে হাসপাতালের সহকারী পরিচালক ডা. মিজানুর রহমান পুলিশকে বিষয়টি জানান। পরে ঘটনাস্থলে পুলিশ এসে মেহেদী হাসানকে আটক করে সোনাডাঙ্গা থানায় নিয়ে যায়।

বিজ্ঞাপন

সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তার কাছে কম্পিউটারে নিজে বানানো একটি মেডিকেল স্টুডেন্ট আইডি কার্ড পাওয়া গেছে।’

সারাবাংলা/পিটিএম

বিজ্ঞাপন

দৌলতদিয়া নৌরুটে ঘাট সংকটে ভোগান্তি
১৭ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৯

আরো

সম্পর্কিত খবর