Wednesday 17 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্যারিসের ‘গার দো নর্ড’ যেন এক টুকরো বাংলাদেশ

নাজমুল হক
২২ জানুয়ারি ২০২৫ ১১:২৪ | আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ ১৩:৩৯

ফ্রান্সের প্যারিস, লিল, তুলুস, স্টারবুকসহ বিভিন্ন শহরে প্রবাসী বাংলাদেশিরা বসবাস করেন।

ফ্রান্স থেকে: ফ্রান্সের রাজধানী প্যারিসের গার দো নর্ডকে বলা চলে একখণ্ড বাংলাদেশ। এখানে এলে কেউ বুঝতে পারবে না যে এটা ইউরোপের কোনো একটা সিটি। সত্যিই সেটি বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। ফ্রান্সের প্যারিস, লিল, তুলুস, স্টারবুকসহ বিভিন্ন শহরে প্রবাসী বাংলাদেশিরা বসবাস করেন। সেই সঙ্গে অন্যান্য শহরেও রয়েছে বাংলাদেশিদের বসবাস।

প্যারিসের গার দো নর্ড ছাড়াও সারসেল, ক্যাথসিমা, সেন্টডেনিস, লা কর্ডনভসহ বিভিন্ন এরিয়াতে প্রচুর বাংলাদেশি বসবাস করেন। এসব স্থানে আস্তে আস্তে গড়ে উঠেছে—ফরাসি ভাষার স্কুল, মসজিদ, মাদ্রাসা, দোকান পাঠ, ব্যবসা প্রতিষ্ঠানসহ বাংলাদেশিদের বিভিন্ন অ্যাসোসিয়েশন-ক্লাব। দেখে মনে হবে বিদেশে এ যেন এক টুকরো বাংলাদেশ।

বিজ্ঞাপন

প্রবীণ বাংলাদেশিদের সঙ্গে কথা বলে জানা যায়, স্বাধীনতার পর থেকে আস্তে আস্তে বাংলাদেশিরা ফ্রান্সে আসতে শুরু করেন। প্রথমে স্টুডেন্ট ভিসা বা মিডিলিষ্টের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশিরা এসে আসন গ্ৰহণ করে। তারপর ২০০৯ সাল থেকে তরুণ প্রজন্মরা প্যারিসে আসতে শুরু করলে বাংলাদেশি কমিউনিটির মধ্যে পরিবর্তন শুরু হয়। তরুণ প্রজন্মরা এসে ফরাসি ভাষা আয়ত্ত করতে শুরু করে। বিভিন্ন কলেজ, ইউনিভার্সিটি থেকে লেখাপড়া শেষ করে কমিউনিটিতে কাজ করতে থাকে।

প্যারিসের গার দো নর্ড।

এরপর ২০১৪ সাল থেকে কাজের মাধ্যমে অবৈধ অভিবাসীদের সরকারিভাবে বৈধতার ঘোষণা দিলে, সেই প্রক্রিয়ায় অংশ নিতে ইউরোপের বিভিন্ন দেশ থেকে প্রচুর সংখ্যক বাংলাদেশি ফ্রান্সে আসে। বর্তমানে ফ্রান্সে বাংলাদেশিদের সংখ্যা প্রায় দুই লক্ষ হবে।

এছাড়া প্যারিসের বিভিন্ন গলিতে রয়েছে বাঙালিদের ব্যবসা-বাণিজ্যের নানা প্রতিষ্ঠান। আবাসিক হোটেল থেকে শুরু করে বার রেস্টুরেন্ট, ট্রাভেল এজেন্সি, মানি ট্রান্সফার, গ্রোসারি শপ ও সুপার মার্কেট। দেশের আমেজেই শিল্প-সংস্কৃতি, রাজনীতি, ধর্মচর্চাসহ বিভিন্ন কর্মকাণ্ডে মুখর থাকে ‌’বাঙালি পাড়া’ বলে খ্যাত প্যারিসের গার দো নর্ড।

এখানে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবার মধ্যে রয়েছে বন্ধুত্ব, ভ্রাতৃত্ব ও ঐক্যের মেলবন্ধন। প্রবাসে থাকলেও এখানকার প্রবাসী বাংলাদেশিরা মুহূর্তের জন্যেও ভুলে যায় না মাতৃভূমি বাংলাদেশের কথা, বাংলা সংস্কৃতির কথা।

এখানে মহাসমারোহে উদযাপিত হয় জাতীয় অনুষ্ঠান, পহেলা বৈশাখ, একুশে ফেব্রুয়ারিসহ বাংলাদেশিদের নানাবিধ উৎসব।

সারাবাংলা/ইআ

বিজ্ঞাপন

দৌলতদিয়া নৌরুটে ঘাট সংকটে ভোগান্তি
১৭ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৯

আরো

সম্পর্কিত খবর