Wednesday 17 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বার্সার জন্য নিজের জীবনও দিতে পারেন রাফিনহা!

স্পোর্টস ডেস্ক
২২ জানুয়ারি ২০২৫ ১১:৪১

রাফিনহার অবিশ্বাস্য গোলে জয় পেয়েছে বার্সা

বেনফিকার বিপক্ষে শেষ মুহূর্তে যা হলো, সেটা হার মানায় রূপকথাকেও। ৪-২ গোলে পিছিয়ে পড়েও শেষের জাদুতে বেনফিকাকে ৫-৪ গোলে হারিয়ে নকআউট পর্বে পৌঁছে গেছে বার্সেলোনা। ম্যাচের ৯৬ মিনিটে দুর্দান্ত এক গোলে বার্সার জয়ের নায়ক রাফিনহা। ম্যাচ শেষে রাফিনহা বলছেন, বার্সার হয়ে এটাই তার ক্যারিয়ারের সেরা মুহূর্ত।

এই মৌসুমে ক্লাবের হয়ে অবিশ্বাস্য ফর্মে আছে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহা। সব টুর্নামেন্ট মিলিয়ে ৩০ ম্যাচে করেছেন ২২ গোল। গত রাতের জোড়া গোলের সুবাদে এবারের চ্যাম্পিয়নস লিগে তার গোল দাঁড়িয়েছে ৮টি। বেনফিকার বিপক্ষে ৯৬ মিনিটের গোলে দুর্দান্ত এক প্রত্যাবর্তনের গল্প লিখে এই মৌসুমে নকআউট পর্ব নিশ্চিত করেছে বার্সা।

বিজ্ঞাপন

দুর্দান্ত পারফরম্যান্সে বেনফিকার বিপক্ষে ম্যাচসেরা হয়েছেন রাফিনহাই। ম্যাচসেরার পুরস্কার নেওয়ার সময় রাফিনহা বলছেন, ক্লাবের জন্য সবকিছুই করতে রাজি তিনি ‘এটাই ক্লাবের হয়ে আমার সেরা মুহূর্ত। বার্সার জার্সি গায়ে মাঠে ভালো করতে পেরে আমি গর্বিত। ক্লাবের জন্য জীবনটাও দিতে পারি!’

৪-২ গোলে পিছিয়ে পড়লেও জয় ছিনিয়ে আনার ব্যাপারে প্রত্যয়ী ছিল বার্সা, বলছেন রাফিনহা, ‘আমরা জানতাম বেনফিকা নিজেদের মাঠে কতোটা ভালো। বিরতির পর ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মানসিকতা আমাদের ছিল। আমরা পুরো ম্যাচে কখনোই হাল ছাড়িনি। মাঠে বেনফিকার দর্শক আমাকে অপমান করেছিল, আমি ম্যাচ জিতিয়ে সেটার পালটা জয়াব দিয়েছি।’

বার্সা কোচ হ্যান্সি ফ্লিকও বলছেন, এমন জয় আগে কখনো দেখেননি তিনি, ‘পাগলাটে একটা ম্যাচ ছিল এটা। আমরা কখনোই হাল ছাড়িনি। এরকম অনুভূতি আগে কখনোই হয়নি। বেনফিকা দারুণ খেলেছে। আমরা শেষ মুহূর্ত পর্যন্ত জয়ের প্রত্যাশা নিয়ে মাঠে ছিলাম। দলের সবাই অবিশ্বাস্য পারফর্ম করেছে।’

সারাবাংলা/এফএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর