Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চ্যাম্পিয়নস ট্রফি
আইসিসির চাপে ভারতের জার্সিতে পাকিস্তানের নাম

স্পোর্টস ডেস্ক
২২ জানুয়ারি ২০২৫ ১৩:২৮

চ্যাম্পিয়নস ট্রফির জার্সিতে পাকিস্তানের নাম রাখছে ভারত

ভারতের আপত্তির কারণেই হাইব্রিড মডেলে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনে বাধ্য হচ্ছে পাকিস্তান। শোনা যাচ্ছিল, পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের আসরের জন্য তৈরি করা জার্সিতে পাকিস্তানের নামটাও রাখতে চায়নি ভারত! তবে শেষ পর্যন্ত আইসিসির চাপে বাধ্য হয়েই নিজেদের জার্সিতে পাকিস্তানের নাম ব্যবহার করবে ভারতীয় দল।

নিরাপত্তার দোহাই দিয়ে পাকিস্তানে যেতে অস্বীকৃতি জানিয়েছিল ভারত। অনেক টানাপোড়নের পর ভারতের দাবি মেনে নিতে বাধ্য হয়েছে পাকিস্তান। ভারত নিজেদের ম্যাচগুলো খেলবে আরব আমিরাতে। সেমিফাইনাল ও ফাইনালে ভারত উঠলে সেই ম্যাচগুলোও হবে আরব আমিরাতে।

বিজ্ঞাপন

বাকি সব দেশ উপস্থিত থাকলেও পাকিস্তানে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে না ভারত। শুধু তাই নয়, পাকিস্তানের অভিযোগ, ভারতীয় ক্রিকেট বোর্ড অধিনায়ক রোহিত শর্মাকেও অনুষ্ঠানে যোগ দিতে বাধা দিচ্ছে।

এসবের মাঝেই ভারত ও পাকিস্তানের সংবাদমাধ্যম জানিয়েছিল, চ্যাম্পিয়নস ট্রফির জন্য তৈরি করা জার্সিতে আয়োজক পাকিস্তানের নাম রাখবে না ভারত। এই খবর প্রচারের পরপরই সমালোচনার ঝড় ওঠে পাকিস্তানজুড়ে।

শেষ পর্যন্ত এই ইস্যুতে এগিয়ে এসেছে আইসিসি নিজেই। পাকিস্তানের সংবাদমাধ্যম জানিয়েছে, আইসিসি কড়া বার্তা দিয়েছে ভারতকে। টুর্নামেন্টে খেলতে হলে আয়োজক দেশের নাম ও লোগো জার্সিতে থাকতেই হবে, এমন বার্তার পরেই নিজেদের জার্সিতে পাকিস্তানের নাম যুক্ত করছে ভারত। একই সাথে আইসিসির পক্ষ থেকে এটাও বলা হয়েছে, টুর্নামেন্ট চলার সময় সব দলকেই আইসিসির নিয়ম মেনে চলতে হবে। নাহলে আসতে পারে নিষেধাজ্ঞাও।

আগামী ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ভারতের চ্যাম্পিয়নস ট্রফি মিশন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি পাকিস্তান ভারত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর