Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরিবর্তন আনা হয়েছে সাইবার সুরক্ষা অধ্যাদেশে

সিনিয়র করেসপন্ডেন্ট
২২ জানুয়ারি ২০২৫ ২১:০৯

সংবাদ সম্মেলন। ছবি : সংগৃহীত।

ঢাকা: বিতর্কিত ৯টি ধারা রহিত করে হালনাগাদ করা হয়েছে সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫। একইসঙ্গে অধ্যাদেশে ডজনের বেশি নতুন সংজ্ঞা যুক্ত ও ৪টি ধারাকে অজামিনযোগ্য অপরাধ উল্লেখ করে অধ্যাদেশে পরিবর্তন আনা হয়েছে। এই অধ্যাদেশে সাধারণ মানুষ আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত মতামত দিতে পারবেন।

বুধবার (২২ জানুয়ারি) রাজধানীর আইসিটি টাওয়ারে আইসিটি বিভাগের সচিবের সম্মেলন কক্ষে এসব তথ্য জানান আইসিটি সচিব শীষ হায়দার চৌধুরী।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের সাধারণ মানুষের আপত্তির প্রতি সম্মান দেখিয়ে এই আইন থেকে বুলিংকে বাদ দেয়া হয়েছে। এতে সরকারকেও স্বচ্ছতা ও জবাবদিহিতার অধীনে আনার পাশাপাশি অধ্যাদেশের ২৫ এর ৩ এ নারী ও শিশু সাইবার অপরাধকে শাস্তিযোগ্য করা হয়েছে। টিআইবিসহ বিভিন্ন নাগরিক সমাজের পরামর্শে সাইবার সুরক্ষা অধ্যাদেশ চূড়ান্ত হওয়ার পর এই হালনাগাদ করা হয়েছে।

আইসিটি সচিব শীষ হায়দার বলেন, ‘এরপরও যদি কারো কোনো অভিযোগ থাকে তবে তা জানালে আইন পাশের আগে সংশোধন, পরিমার্জনের সুযোগ থাকছে। দেশে সুপ্রসস্ত সাবাইর স্পেসকে সুরক্ষায় নিবর্তন মূলক না হয় সে বিষয়ে লক্ষ্য রাখা হয়েছে। তবে সংস্কারের মানসিকতায় এটি নিয়মিত হালনাগাদ হতে পারবে। প্যানালকোডে যেসব বিষয় আছে তা এখানে অন্তর্ভূক্ত করা হয়নি।’

এক প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘বিজিডি গভসার্ট প্রকল্পের অধীনে যে কাজ চলছে তার বাইরে জনপ্রেক্ষিতে ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সিকে আরো কার্যকর করতে অধ্যাদেশ বাস্তবায়নের পর এর পরিধি আরও বাড়বে।’

প্রসঙ্গত, রহিত হওয়া বিতর্কিত ৯টি ধারার মধ্যে রয়েছে- ২০ ধারায় কম্পিউটার সোর্স কোড পরিবর্তন সংক্রান্ত অপরাধ ও দণ্ড; ২১ ধারায় মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় সংগীত বা জাতীয় পতাকা সম্পর্কে বিদ্বেষ, বিভ্রান্তি ও কুৎসামূলক প্রচারণার দণ্ড; ২৪ ধারায় পরিচয় প্রতারণা বা ছদ্মবেশ ধারণ; ২৫ ধারায় আক্রমণাত্মক, মিথ্যা বা ভীতি প্রদর্শক, তথ্য-উপাত্ত প্রেরণ, প্রকাশ ইত্যাদি; অনুমতি ব্যতীত পরিচিতি তথ্য সংগ্রহ, ব্যবহার ইত্যাদির দণ্ড; ২৬ ধারায় অনুমতি ব্যতীত পরিচিতি তথ্য সংগ্রহ, ব্যবহার ইত্যাদির দণ্ড; সম্প্রচার ইত্যাদি; মানহানিকর তথ্য প্রকাশ, প্রচার ইত্যাদি; পরোয়ানা ব্যতিরেকে তল্লাশি, জব্দ ও গ্রেফতার; ২৯ ধারায় মানহানিকর তথ্য প্রকাশ, প্রচার ইত্যাদি; ৩১ ধারায় আইনশৃঙ্খলার অবনতি ঘটানো, ইত্যাদির অপরাধ ও দণ্ড; ৩২ ধারায় হ্যাকিং সংক্রান্ত অপরাধ ও দণ্ড এবং মহাপরিচালকের ক্ষমতা অর্পণ সংক্রান্ত ৫৫ ধারা।

বিজ্ঞাপন

অধ্যাদেশ সম্পর্কে মতামত দেওয়া যাবে [email protected] এবং [email protected] মেইলে।

সারাবাংলা/ইএইচটি/এসআর

সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৪

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর