নাফিস সরাফতের ২ ফ্ল্যাট ক্রোকের আদেশ
স্পেশাল করেসপডেন্ট
২২ জানুয়ারি ২০২৫ ২১:৪৭ | আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ ২১:৫৪
২২ জানুয়ারি ২০২৫ ২১:৪৭ | আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ ২১:৫৪
ঢাকা: সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পদ্মা ব্যাংকের (সাবেক ফারমার্স ব্যাংক) সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাতের দুটি ফ্ল্যাট ক্রোকের আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (২২ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
এদিন দুদকের অনুসন্ধান টিমের প্রধান কমিশনের উপপরিচালক মাসুদুর রহমান এ দুইটি ফ্ল্যাট ক্রোকের আবেদন করেন। শুনানি শেষে আদালত ফ্ল্যাট দুইটি ক্রোকের আদেশ দেন।
এর আগে, গত ৭ জানুয়ারি রাজধানীর বিভিন্ন জায়গায় থাকা চৌধুরী নাফিজ সরাফাত, তার স্ত্রী আঞ্জুমান আরা শহিদ, ছেলে চৌধুরী রাহিব সাফওয়ান সরাফাতের ১৮টি ফ্ল্যাট ক্রোকের আদেশ দেন আদালত। ফ্ল্যাট ক্রোকের পাশাপাশি নাফিজ সরাফত ও আঞ্জুমান আরা শহিদের নামে থাকা জমিসহ বাড়ি, প্লটও ক্রোকের আদেশ দেওয়া হয়েছে।
সারাবাংলা/ইউজে/এইচআই