Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত রাবি সমন্বয়ক, শিক্ষার্থীদের প্রতিবাদ

রাবি করেসপন্ডেন্ট
২২ জানুয়ারি ২০২৫ ২৩:২৯ | আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ ২৩:৩০

বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের অন্যতম সমন্বয়ক নুরুল ইসলাম শহীদ

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের অন্যতম সমন্বয়ক নুরুল ইসলাম শহীদ দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন। পরে অতর্কিত হামলার প্রতিবাদ ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

বুধবার (২২ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে ‘স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনে’র ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। জানা যায়, মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে নগরের হেতেম খাঁ এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

আহত সমন্বয়ক শহীদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের ১৭ সদস্যবিশিষ্ট সমন্বয়ক কমিটির অন্যতম সদস্য।

কর্মসূচিতে স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ও রাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম পৃষ্ঠপোষক রাশেদ রাজন বলেন, ‘আমি মনে করি এটা একটা পরিকল্পিত হামলা। বিভিন্ন সামাজিকমাধ্যমে আমরা দেখতে পাচ্ছি সমন্বয়কদের ওপরে হামলা হচ্ছে, তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সঙ্গে দ্রুত সময়ে হামলাকারীদের বিচারের আওতায় আনার জোর দাবি করছি।’

স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী সজীব বলেন, ‘যখন জুলাই আন্দোলনে আমরা কাউকে পাচ্ছিলাম না, তখন আমরা শহীদকে পেয়েছিলাম। তখন কেউ নাম দেওয়ার মত ছিল না। কিন্তু ১৭ সমন্বয়কের ভিতরে তিনি একজন ছিলেন। তিনি জুলাই আন্দোলনে আমাদের একজন সহযোদ্ধা। যারা চেয়ারে বসে আছেন, তারা যদি দ্রুত সময়ে হামলাকারীদের আইনের আওতায় না আনতে পারেন তাহলে আপনাদের চেয়ার থাকবে না।’

বিজ্ঞাপন

রাবির সমন্বয়ক মেহেদী সজীব জানান, সমন্বয়ক নুরুল ইসলাম শহীদ গতকাল আনুমানিক রাত ১১টার দিকে রাজশাহী নগরীর হেতেম খাঁ এলাকায় তার ছাত্রাবাসের পাশে হামলার শিকার হন। এ সময় ১০-১৫ জন দুর্বৃত্ত এসে তাকে লাঠি-রড দিয়ে পিটিয়ে মারাত্মকভাবে আহত করে। পরে ছাত্রাবাসের কয়েকজন তাকে বাঁচাতে আসলে তারাও আহত হন। হামলার পর শহীদকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।

এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী মাসুদ বলেন, ‘এ ঘটনা জানার পর আমরা খোঁজখবর নিচ্ছি। আমাদের কাছে এখনো কোনো অভিযোগ করা হয়নি। দোষীদের দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় আনা হবে।

সারাবাংলা/এইচআই

নুরুল ইসলাম শহীদ বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর