Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গোলের সেঞ্চুরির পর রোনালদোকে ছোঁয়ার লক্ষ্য ভিনিসিয়াসের

স্পোর্টস ডেস্ক
২৩ জানুয়ারি ২০২৫ ১২:৪৮

রিয়ালের হয়ে ১০০তম গোল পেলেন ভিনিসিয়াস

গত মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে অবিশ্বাস্য ফর্মে ছিলেন তিনি। রিয়ালের লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জেতায় বড় ভূমিকা রাখায় এই বছর ফিফার বর্ষসেরা ফুটবলারও হয়েছেন ভিনিসিয়াস জুনিয়র। এই মৌসুমের শুরুটা ভালো না হলেও ধীরে ধীরে স্বরূপে ফিরছেন ভিনি। গত রাতে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে সলজবুর্গের বিপক্ষে জোড়া গোল পেয়েছেন এই ব্রাজিলিয়ান। রিয়ালের হয়ে ১০০তম গোল ছুঁয়ে ভিনি বলছেন, এবার তার লক্ষ্য ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদোকে ছাড়িয়ে যাওয়া।

বিজ্ঞাপন

২০১৮ সাল থেকে রিয়ালের সিনিয়র দলে খেলছেন তিনি। রিয়ালের হয়ে সব টুর্নামেন্ট মিলিয়ে ভিনির গোলসংখ্যা এখন ১০১। ২০০২ থেকে ২০০৭ পর্যন্ত রিয়ালে খেলা রোনালদো ক্লাবের হয়ে করেছিলেন ১০৪ গোল। ভিনির সামনে এখন তার নিজ দেশের কিংবদন্তি রোনালদোকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ।

রিয়ালের হয়ে গোলের সেঞ্চুরি করা ভিনি বলছেন, রোনালদোর রেকর্ড ছুঁতে মুখিয়ে আছেন তিনি, ‘রিয়ালের হয়ে গোল করতে পারা আমার জন্য গর্বের। রোনালদোর থেকে মাত্র তিন গোল দূরে আছি। আশা করি তাকে ছোঁয়ার পর তার থেকে আরও অনেক বেশি গোল করতে পারব রিয়ালের হয়ে।’

চ্যাম্পিয়নস লিগের শেষ ১৬ তে ওঠার লড়াইয়ে বেশ পিছিয়ে ছিল রিয়াল। সরাসরি শেষ ১৬তে খেলা নিশ্চিত না হলেও প্লে-অফ নিশ্চিত করেছেন রিয়াল। সলজবুর্গকে ৫-১ গোলে উড়িয়ে দেওয়ার পর ভিনিসিয়াস প্রশংসায় ভাসালেন সতীর্থদের, ‘আমরা প্রথমার্ধে ভালো খেলিনি। তবে এরপর রদ্রি, জুড দুর্দান্ত খেলেছে। দলের অন্যরাও তাদের সাহায্য করেছে। আমি নিজের ও অন্যদের খেলা নিয়ে সন্তুষ্ট। খারাপ কিংবা ভালো যাই খেলি গোল করা ও ম্যাচ জেতাই আমার লক্ষ্য থাকে।’

সারাবাংলা/এফএম

চ্যাম্পিয়নস লিগ ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদ রোনালদো

বিজ্ঞাপন

প্রথম হারে টনক নড়েছে রংপুরের
২৩ জানুয়ারি ২০২৫ ১৯:১৩

আরো

সম্পর্কিত খবর