Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই-আগস্ট নৃশংসতা নিয়ে ফেব্রুয়ারির মধ্যে প্রতিবেদন দেবে জাতিসংঘ

সাারাবাংলা ডেস্ক
২৩ জানুয়ারি ২০২৫ ১৩:১৩ | আপডেট: ২৩ জানুয়ারি ২০২৫ ১৪:০০

মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক ও ড. মুহম্মদ ইউনূস।

জাতিসংঘের (ইউএন) মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক বলেছেন, জুলাই-আগস্টের আন্দোলনের সময় সংঘটিত নৃশংসতার বিষয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এটি ফেব্রুয়ারির মধ্যেই প্রকাশিত হবে।

বুধবার (২২ জানুয়ারি) বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ কথা জানান।

সুইজারল্যান্ডের দাভোস শহরে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভার সাইডলাইনে ভলকার টুর্ক বলেন, ‘জাতিসংঘের মানবাধিকার দফতর থেকে প্রতিবেদনটি প্রকাশের আগে বাংলাদেশ পক্ষের সঙ্গে শেয়ার করা হবে।’

এ সময় ড. ইউনূস ইউএন মানবাধিকার দফতরের প্রতি কৃতজ্ঞতা জানান।

টুর্ক বলেন, ‘ছয়টি গুরুত্বপূর্ণ স্বাধীন সংস্কার কমিশনের প্রতিবেদনও প্রায় একই সময়ের মধ্যে প্রকাশিত হবে। এই প্রতিবেদনগুলো একে অপরের পরিপূরক হতে পারে।’

প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সংকট সমাধানে ইউএন মানবাধিকার প্রধানের সাহায্য কামনা করেন। তিনি বলেন, ‘গত কয়েক মাসে মিয়ানমার থেকে নতুন রোহিঙ্গাদের অনুপ্রবেশের কারণে পরিস্থিতি আরও খারাপ হয়েছে।’

সম্পূর্ণ সহায়তার প্রতিশ্রুতি দিয়ে টুর্ক জানান, তিনি এই বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করছেন, যার মধ্যে ইউএনের বিশেষ দূত জুলি বিশপও আছেন।

ড. ইউনূস মিয়ানমারের রাখাইন অঞ্চলে একটি ইউএন-পর্যবেক্ষিত নিরাপদ অঞ্চল গঠনের আহ্বান জানান, যাতে নতুন রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধ করা যায়।

তিনি রোহিঙ্গা সংকট নিয়ে আসন্ন উচ্চ-স্তরের সম্মেলনের কথা উল্লেখ করে বলেন, এটি বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকটগুলোর মধ্যে একটি হিসেবে বিশ্ববাসীর মনোযোগ আকর্ষণ করবে।

বিজ্ঞাপন

টুর্ক সম্মত হন যে, এমন একটি সম্মেলন আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ রোহিঙ্গা সংকটের প্রতি ফিরিয়ে আনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বৈঠকে উপস্থিত ছিলেন— বাংলাদেশ সরকারের এসডিজি কোঅর্ডিনেটর লামিয়া মোরশেদ ও বাংলাদেশের জেনেভায় স্থায়ী প্রতিনিধি তারেক আরিফুল ইসলাম।

সারাবাংলা/এমপি

জাতিসংঘ জুলাই-আগস্ট নৃশংসতা মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক

বিজ্ঞাপন

অভিনয়শিল্পীর খোঁজে রিয়েলিটি শো
২৩ জানুয়ারি ২০২৫ ১৭:৫২

আরো

সম্পর্কিত খবর