১৫ বছর পর মুক্তি পেলেন ১৬৮ জন বিডিআর সদস্য
২৩ জানুয়ারি ২০২৫ ১৩:৪১ | আপডেট: ২৩ জানুয়ারি ২০২৫ ১৫:৩৮
ঢাকা: প্রায় ১৫ বছর ধরে কারাগারে বন্দি থাকার পর ১৬৮ জন বিডিআর সদস্য মুক্তি পেলেন। এতদিন তারা বিনা বিচারে বিভিন্ন কারাগারে বন্দী হিসেবে ছিলেন।
এর মধ্যে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মোট ৪১ জন, কাশিমপুর-১ থেকে ২৬ জন, কাশিমপুর-২ থেকে ৮৯ জন এবং কাশিমপুর হাইসিকিউরিটি থেকে ১২ জনসহ মোট ১৬৮ জন রয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরের দিকে দেশের চারটি কারাগার থেকে এসব জওয়ান মুক্তি পান। কারা অধিদফতরের অতিরিক্ত মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তফা কামাল এ তথ্য নিশ্চিত করেছেন।
এ দিকে ঢাকার বিশেষ ট্রাইবুনাল-২ এর বিচারক মো. ইব্রাহিম মিয়া রোববার বিস্ফোরক আইনের মামলায় তাদের জামিন মঞ্জুর করেন।
জওয়ানদের মুক্তির খবরে সকাল থেকে পরিবারের সদস্যদের বাইরে অপেক্ষমানরত অবস্থায় দেখা গেছে। তাদের কারো হাতে ফুলও দেখা গেছে। উচ্ছাস প্রকাশ করে পরিবারের সদস্যরা বলেন, অনেকের বাচ্চার বয়স ১৫/১৬ বছর হয়ে গেছে বাবার মুখ দেখতে পারেনি। বাবাকে পাবেন এমন অনেকেই আনন্দে আত্মহারা।
সারাবাংলা/ইউজে/এমপি