Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৫ বছর পর মুক্তি পেলেন ১৬৮ জন বিডিআর সদস্য

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ জানুয়ারি ২০২৫ ১৩:৪১ | আপডেট: ২৩ জানুয়ারি ২০২৫ ১৫:৩৮

প্রায় ১৫ বছর ধরে কারাগারে বন্দি থাকার পর ১৬৮ জন বিডিআর সদস্য মুক্তি পেলেন। ছবি: সারাবাংলা

ঢাকা: প্রায় ১৫ বছর ধরে কারাগারে বন্দি থাকার পর ১৬৮ জন বিডিআর সদস্য মুক্তি পেলেন। এতদিন তারা বিনা বিচারে বিভিন্ন কারাগারে বন্দী হিসেবে ছিলেন।

এর মধ‍্যে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মোট ৪১ জন, কাশিমপুর-১ থেকে ২৬ জন, কাশিমপুর-২ থেকে ৮৯ জন এবং কাশিমপুর হাইসিকিউরিটি থেকে ১২ জনসহ মোট ১৬৮ জন রয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরের দিকে দেশের চারটি কারাগার থেকে এসব জওয়ান মুক্তি পান। কারা অধিদফতরের অতিরিক্ত মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তফা কামাল এ তথ্য নিশ্চিত করেছেন।

এ দিকে ঢাকার বিশেষ ট্রাইবুনাল-২ এর বিচারক মো. ইব্রাহিম মিয়া রোববার বিস্ফোরক আইনের মামলায় তাদের জামিন মঞ্জুর করেন।

জওয়ানদের মুক্তির খবরে সকাল থেকে পরিবারের সদস্যদের বাইরে অপেক্ষমানরত অবস্থায় দেখা গেছে। তাদের কারো হাতে ফুলও দেখা গেছে। উচ্ছাস প্রকাশ করে পরিবারের সদস্যরা বলেন, অনেকের বাচ্চার বয়স ১৫/১৬ বছর হয়ে গেছে বাবার মুখ দেখতে পারেনি। বাবাকে পাবেন এমন অনেকেই আনন্দে আত্মহারা।

সারাবাংলা/ইউজে/এমপি

ঢাকা কেন্দ্রীয় কারাগার বিডিআর সদস্য মুক্তি

বিজ্ঞাপন

'জানালা বাংলাদেশ'র ২৪ বছর পূর্তি
২৩ জানুয়ারি ২০২৫ ২০:২৯

আরো

সম্পর্কিত খবর