Wednesday 17 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে হাত-পা ও মুখ বাঁধা মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ জানুয়ারি ২০২৫ ১৩:৫১

চট্টগ্রামে হাত-পা ও মুখ বাঁধা মরদেহ উদ্ধার

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের পটিয়ায় হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ওই ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।

পুলিশের ধারণা, অন্য কোথাও হত্যা করে মরদেহটি সেখানে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে উপজেলার কচুয়াই ইউনিয়নের আজিমপুর এলাকায় সড়কের পাশের বিল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর সারাবাংলাকে বলেন, ‘সকালে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। সঙ্গে সঙ্গে আমরা গিয়ে লাল প্লাস্টিক দিয়ে হাত-পা এবং গামছা দিয়ে মুখ বাঁধা অবস্থায় ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করি। তার আনুমানিক বয়স ৪০ বছর। নাম-পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে আমরা ধারণা করছি অন্য কোথাও হত্যা করে মরদহেটি এখানে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

সারাবাংলা/আইসি/এমপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর