যুক্তরাষ্ট্র ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বাংলাদেশের আলোচনা
২৩ জানুয়ারি ২০২৫ ১৪:৫১
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ট্রাম্প নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে প্রথম বৈঠকে এই আলোচনা হয়।
বুধবার (২২ জানুয়ারি) ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে জয়শঙ্কর নিজেই এ তথ্য জানান। তবে বাংলাদেশের বিষয়ে কী আলোচনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
সংবাদ সম্মেলনে জয়শঙ্কর বলেন, ‘আমরা বাংলাদেশের বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেছি। তবে এ বিষয়ে বিস্তারিত বলা সঠিক হবে না।’
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, রুবিওর সঙ্গে বৈঠকে জয়শঙ্কর বাংলাদেশ সংক্রান্ত কয়েকটি বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেছেন। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যু নিয়ে কথোপকথন হয়েছে।
মার্কিন পররাষ্ট্র দফতরের বিবৃতিতে বলা হয়েছে, উভয় দেশ তাদের অংশীদারত্ব আরও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ। বৈঠকে আঞ্চলিক ইস্যু, দ্বিপাক্ষিক সম্পর্ক এবং অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু অভিবাসন নিয়ে তাদের এক প্রতিবেদনে উল্লেখ করেছে, অভিবাসন সংক্রান্ত সমস্যাগুলো সমাধানে যুক্তরাষ্ট্র এবং ভারত একসঙ্গে কাজ করতে আগ্রহী।
এদিকে, আগামী ফেব্রুয়ারিতে ওয়াশিংটনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বৈঠকের আয়োজনের আলোচনায় রয়েছে দুই দেশ। দ্বিপাক্ষিক এই বৈঠকে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন এবং দক্ষ কর্মী ভিসা প্রসঙ্গে আলোচনা হবে বলে জানা গেছে।
অন্যদিকে, ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর দেশটিতে অবৈধভাবে বসবাসকারী প্রায় ১৮ হাজার ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের সঙ্গে সমন্বয় করছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর মার্কিন সফর এমন গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে দুই দেশের অবস্থান সুদৃঢ় করতে সহায়ক হবে বলে ধারণা করা হচ্ছে।
সারাবাংলা/এনজে