Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনের জন্য কি চার-পাঁচ বছর অপেক্ষা করব- প্রশ্ন ফখরুলের

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ জানুয়ারি ২০২৫ ১৫:০১ | আপডেট: ২৩ জানুয়ারি ২০২৫ ১৭:৪৩

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক দলের সবাই নির্বাচনের ব্যাপারে একমত। সরকারের পক্ষ থেকে সংস্কারের কথা বলা হচ্ছে, তাহলে কি চার-পাঁচ বছর অপেক্ষা করব? এটা হলে তো জনগণ ভোট থেকে বঞ্চিত হবে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

’৬৯ এর গণঅভ্যুত্থানে শহিদ আসাদ এর ৫৬তম শাহদাৎ বার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে ‘শহীদ আসাদ পরিষদ’।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘‘প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেওয়া হোক। কে নির্বাচিত হল, তা নিয়ে সমস্যা নেই। অন্তর্বর্তী সরকারের কাছে নানা রকম প্রত্যাশা আছে মানুষের। পট পরিবর্তনের পর একটি গণতান্ত্রিক রাষ্ট্র চায় দেশের জনগণ। মৌলিক অধিকার, সামাজিক মূল্যবোধ প্রতিষ্ঠা হোক, সেটাই তারা চায়। নির্বাচন দ্রুত হোক। কেননা, ১৫ বছর দেশের মানুষ নির্বাচন থেকে বঞ্চিত। এখন তারা ভোট দিতে চায়। কিন্তু, এসব প্রত্যাশা পূরণের কোনো ইঙ্গিত এই সরকারের কাছ থেকে পাওয়া যাচ্ছে না। বরং নানা রকম তর্ক-বিতর্ক হচ্ছে।”

তিনি বলেন, “গতকাল এক সাক্ষাৎকারে বলেছিলাম যে, অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ না হলে নির্বাচনের সময় নিরপেক্ষ সরকার প্রয়োজন হবে। এর কারণ আছে। বর্তমান সরকারের কিছু কিছু বিষয়ে মনে হচ্ছে যে, তারা নিরপেক্ষতা পালন করতে পারছে না। বিএনপির আশা নিরপেক্ষতা পালন করবেন ড. ইউনূস সরকার। দেশের সংকট মোকাবিলায় তারা কাজ করবেন।”

শহীদ আসাদ পরিষদের সভাপতি ড. মাহবুব উল্লাহ’র সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, জহিরুদ্দিন স্বপন, জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী, বিএনপির যুগ মহাসচিব খায়রুল কবির খোকন, শহীদ আসাদ পরিষদের উপদেষ্টা ডা. আজিজুল্লাহ এম. নুরুজ্জামান নূর প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/আরএস

মির্জা ফখরুল ইসলাম আলমগীর শহীদ আসাদ পরিষদ