Sunday 31 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাতির আক্রমণে ক্ষতিগ্রস্তরা পেল ২৬ লাখ টাকা

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ জানুয়ারি ২০২৫ ১৫:৪৫ | আপডেট: ২৩ জানুয়ারি ২০২৫ ১৭:৩৩

বন্য হাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের আনোয়ারায় বন্য হাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের সম্মেলন কক্ষে ক্ষতিগ্রস্ত পরিবারের স্বজনদের হাতে চেক তুলে দেওয়া হয়।

বন্য হাতির আক্রমণে দুই নিহত, ছয় আহত এবং ফসলের ক্ষতিগ্রস্ত হওয়া ৪৩ পরিবারকে ২৬ লাখ ৭২ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়।

এ সময় চট্টগ্রামের বিভাগীয় বন কর্মকর্তা আবু নাছের মো. ইয়াছিন নেওয়াজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার ও বন্যপ্রাণী ও জীববৈচিত্র‍্য সংরক্ষণ কর্মকর্তা দীপান্বিতা ভট্টাচার্য্য উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইসি/এমপি

বিজ্ঞাপন

পৃথিবীর কিছু হাস্যকর আইন!
৩১ আগস্ট ২০২৫ ১৯:০৬

আরো

সম্পর্কিত খবর