Sunday 02 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাঠ্যপুস্তকে গ্রাফিতি পুনঃস্থাপনের দাবিতে ঠাকুরগাঁওয়ে সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৩ জানুয়ারি ২০২৫ ১৫:৫২

ঠাকুরগাঁওয়ে সমাবেশ। ছবি: সারাবাংলা।

ঠাকুরগাঁও: ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের সাংবিধানিক স্বীকৃতি, গণঅভ্যুত্থানের গ্রাফিতি পাঠ্যপুস্তকে পুনঃস্থাপন ও ‘সংক্ষব্ধ আদিবাসী ছাত্র-জনতার‘ ওপর হামলার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) দুপুরে শহরের চৌরাস্তায় বাংলাদেশ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ফেডারেশন ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অংশনেন গণতান্ত্রিক অধিকার আন্দোলনসহ বিভিন্ন আদিবাসী সংগঠনের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

এতে বক্তব্য দেন বাংলাদেশ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ফেডারেশনের জীতেন তির্কী, আদিবাসী সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি ডমিনিক তিগ্যা, ওঁরাও সংঘের সাধারণ সম্পাদক মাইকেল মিন্জ, গণতান্ত্রিক অধিকার আন্দোলনের নেতা মাহাবুব আলম রুবেল, জেলা উদীচী’র রেজওয়ানুল হক রিজু ও জেলা ছাত্র ইউনিয়ন নেতা রিংকু রায় প্রমুখ।

সমাবেশে বক্তব্যরা বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে পাহাড় ও সমতলের আদিবাসীদের অংশগ্রহণ ছিল। কিন্তু ফ্যাসিবাদী শাসকের পতন হলেও আদিবাসীদের অবস্থার অবসান ঘটেনি।’ এ সময় তারা ৪ দফা দাবি তুলে ধরেন।

সারাবাংলা/এসআর

গ্রাফিতি পুনঃস্থাপনের দাবি ঠাকুরগাঁও সমাবেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর