Thursday 18 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাকে হত্যার দায়ে মেয়ের ১০ বছরের আটকাদেশ

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৩ জানুয়ারি ২০২৫ ১৬:৫২ | আপডেট: ২৩ জানুয়ারি ২০২৫ ১৮:৫১

প্রতীকী ছবি।

নাটোর: নাটোরের লালপুরে মা সেলিনা বেগমকে হত্যার দায়ে মেয়ে নুসরাত জেরিন ববিকে (১৬) দশ বছরের আটকাদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রহিম এই রায় দেন। নাটোর জজ কোর্টের বিশেষ পিপি অ্যাডভোকেট আব্দুল কাদের রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

দণ্ডপ্রাপ্ত ববি গুরুদাসপুর উপজেলার উত্তর নারীবাড়ি এলাকার নজরুল ইসলামের মেয়ে।

মামলার এজাহার সূত্রে জানা যায় যে ২০২১ সালের ২১ মার্চ ববি তার স্বামীকে মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য মা সেলিনা বেগমকে চাপ দেয়। ২২ মার্চ মোটরসাইকেল দিতে অস্বীকার করায় মা-মেয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ববি তার মা সেলিনার গলায় ব্লেড দিয়ে পোঁচ দেয়। এতে মা’র ঘটনাস্থলে মৃত্যু হয়।

বিজ্ঞাপন

পরের দিন সেলিনা বেগমের ভাই সুলতান হোসেন বাদী হয়ে তার ভাগ্নি নুসরাত জেরিন ববির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

নাটোর জজ কোর্টের বিশেষ পিপি অ্যাডভোকেট আব্দুল কাদের জানান, মেয়ের হাতে মা খুন হওয়ার ঘটনায় আদালত সাক্ষী গ্রহণ এবং শুনানি শেষে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মেয়ে ববিকে দশ বছরের আটকাদেশ দেন।

সারাবাংলা/এসআর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর