মিজোরাম থেকে আনা ১ লাখ সিগারেটসহ চোরাকারবারী গ্রেফতার
২৩ জানুয়ারি ২০২৫ ১৭:০৩
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরী থেকে এক লাখ বিদেশি সিগারেটসহ এক চোরাকারবারী গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ভারতের মিজোরাম থেকে ওরিস ব্র্যান্ডের বিদেশি সিগারেট বাংলাদেশে আনা হয়েছে।
বুধবার (২২ জানুয়ারি) রাতে নগরীর বাকলিয়ার শাহ আমানত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার রিপন বড়ুয়া (৩৫) বান্দরবান সদর উপজেলার জামছড়ি ইউনিয়নের বাঘমারা বাজারপাড়া এলাকার বাসিন্দা।
বাকলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন সারাবাংলাকে বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিপন আমাদের জানিয়েছে, ভারতের মিজোরাম থেকে বিদেশি সিগারেটের চালানটি বান্দরবানে আনা হয়েছিল। সেখান থেকে বাসে করে এনে নগরীর রিয়াজুদ্দিন বাজারে নিয়ে যাচ্ছিল। গোপন তথ্যের ভিত্তিতে আমরা পাঁচ হাজার প্যাকেট বিদেশি সিগারেটসহ তাকে গ্রেফতার করি।’
তিনি আরও বলেন, ‘প্রতি প্যাকেটে ২০ শলাকা করে প্রায়ই এক লাখ সিগারেট আমরা জব্দ করেছি। সিগারেটগুলো অবৈধ প্রক্রিয়ায় শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।’
সারাবাংলা/আইসি/এইচআই