Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউক্রেনকে সমর্থনের আহ্বান ন্যাটোর

আন্তর্জাতিক ডেস্ক
২৩ জানুয়ারি ২০২৫ ১৭:৪৬ | আপডেট: ২৩ জানুয়ারি ২০২৫ ২১:০৪

ন্যাটোর মহাসচিব মার্ক রুটে

ন্যাটো সামরিক জোটের প্রধান ইউক্রেনকে আরও সমর্থন দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন, যাতে কিয়েভ রাশিয়ার সাথে একটি টেকসই শান্তি চুক্তির জন্য শক্তিশালী অবস্থানে থাকতে পারে।

বিশ্ব অর্থনৈতিক ফোরামের ডাভোস সম্মেলনের ফাঁকে ন্যাটো মহাসচিব মার্ক রুটে সতর্ক করে বলেছেন, ইউক্রেনের সমর্থন কমানো হলে যুদ্ধের গতিপথ পরিবর্তনের সুযোগ হারানো হবে। তিনি বলেন, রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ খারাপভাবে শেষ হলে ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়া, ইরান এবং চীনের নেতাদের সঙ্গে উল্লাস করবে।

বিজ্ঞাপন

রুটে আরও বলেন, যদি ইউক্রেন যুদ্ধ হেরে যায়, তবে ন্যাটো সদস্যদের প্রতিরক্ষা খাতে ট্রিলিয়ন ডলার বেশি ব্যয় করতে হবে। ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান না হলে রাশিয়ার বিরুদ্ধে শুল্ক ট্যারিফ এবং নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

রুটে জোর দিয়ে বলেন, শান্তি চুক্তি টেকসই হতে হবে এবং ২০১৪ সালের মিনস্ক চুক্তির পুনরাবৃত্তি এড়াতে হবে, যা পরে ২০২২ সালে রাশিয়ার পূর্ণমাত্রার আক্রমণে রূপ নেয়।

ডাভোসে ভিক্টর পিনচুক ফাউন্ডেশনের এক আলোচনায় রুটে বলেন, ‘ইউক্রেনকে ন্যাটোর সদস্যপদ দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে। তবে ট্রাম্পের বিশেষ মিশনের নতুন দূত রিচার্ড গ্রেনেল ইউরোপীয় ন্যাটো সদস্যদের সামরিক ব্যয় বাড়ানোর দাবি জানিয়ে রুটের বক্তব্যের বিরোধিতা করেন।

গ্রেনেল বলেন, ‘আমেরিকার জনগণ নেটোর জন্য খরচ বহন করছে, অথচ বর্তমান সদস্যরা নিজেদের যথাযথ অংশীদারিত্ব দেখাচ্ছে না। এর মধ্যে ডাচরাও রয়েছে, যাদের আরও এগিয়ে আসতে হবে।’

ফিনল্যান্ড, পোল্যান্ড এবং লাটভিয়ার নেতারা ইউক্রেনের জন্য নেটো ও ইইউ সদস্যপদের আহ্বান জানিয়ে বলেন, এটি পুতিনের পরাজয় নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ। পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা বলেন, ‘পুতিনের কাছে শান্তি আলোচনার অনুরোধ নয়, বরং তাকে বাধ্য করতে হবে আমাদের সঙ্গে আলোচনায় বসতে।’

বিজ্ঞাপন

লাটভিয়ার প্রেসিডেন্ট এডগার্স রিঙ্কেভিচস বলেন, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা অব্যাহত রাখতে হবে, এমনকি একটি শান্তি চুক্তি হলেও। তিনি বলেন, আমাদের নিশ্চিত করতে হবে যে রাশিয়া পুনরায় সংগঠিত হতে না পারে বা অর্থনৈতিক শক্তি ফিরে না পায়।’

সারাবাংলা/এনজে

ইউক্রেন ন্যাটো যুদ্ধ রাশিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর