Thursday 18 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আদিবাসী’ স্বীকৃতির দাবিকারীদের গ্রেফতার চান ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’

স্পেশাল করেসপডেন্ট
২৩ জানুয়ারি ২০২৫ ১৭:৪৩

‘বিক্ষুব্ধ সার্বভৌম ছাত্র-জনতা’র ব্যানারে ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’র কর্মসূচি

ঢাকা: আদিবাসী শব্দটি ‘সংবিধান বিরোধী’ ও ‘দেশবিরোধী’ শব্দ উল্লেখ করে যারা ‘আদিবাসী’ স্বীকৃতি চাচ্ছে তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে সার্বভৌম ছাত্র-জনতার ব্যানারে ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’। একইসঙ্গে তারা বলেছেন, এদের পৃষ্ঠপোষক ও দোসর বামপন্থি লাল সন্ত্রাসীরা।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘বিক্ষুব্ধ সার্বভৌম ছাত্র-জনতা’র ব্যানারে ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’র কর্মসূচিতে বিচ্ছিন্নতাবাদী উপজাতি ও লাল সন্ত্রাসীদের অতর্কিত হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব দাবি জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন সার্বভৌম ছাত্র-জনতার সহ-মুখপাত্র মুহম্মদ রাসেল, মুহম্মদ সাইদুর রহমান প্রমুখ।

বিজ্ঞাপন

বিক্ষোভ সমাবেশে শহিদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের সমন্বয়ক মুহম্মদ শামসুদ্দিন বলেন, ‘যারা নিজেদেরকে ‘আদিবাসী’ দাবি করছেন, তারা মূলত বিভিন্ন দেশ থেকে এই দেশে এসেছে। আমরা তাদের থাকতে দিয়েছি। তারা উপজাতি, তারা আদিবাসী না। এই দেশে কখনও আদিবাসী ছিলও না ভবিষ্যতেও থাকবে না।’

বক্তারা বলেন, ‘পাঠ্যবইয়ে রাষ্ট্রের সংবিধান ও আইনবিরোধী এবং বিচ্ছিন্নতাবাদী পরিভাষা ‘আদিবাসী’ যুক্ত গ্রাফিতি অন্তর্ভুক্ত করা হয়েছিল। এটাকে কেন্দ্র করে পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী উপজাতি, তাদের পৃষ্ঠপোষক ও দোসরদের ‘আদিবাসী’ দাবির অন্তরালে পার্বত্য চট্টগ্রামকে দেশ থেকে বিচ্ছিন্ন করার সুপ্ত পরিকল্পনা দেশবাসীর কাছে ফাঁস করে দেয় দেশ রক্ষায় নিবেদিত ছাত্রদের প্লাটফর্ম ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’। এই পেছনে বিচ্ছিন্নতাবাদী উপজাতি, তাদের পৃষ্ঠপোষক ও দোসর বামপন্থি লাল সন্ত্রাসীরা।

সভায় তাদের উত্থাপিত ৩ দফা হলো:

১. স্টুডেন্টস ফর সভারেন্টির বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা তুলে নিতে হবে এবং সকল বন্দিদের নিঃশর্ত মুক্তি দিতে হবে।

২. মতিঝিলে সহিংস ঘটনা তৈরির অন্যতম পরিকল্পনাকারী ও হোতা ‘লাল সন্ত্রাস’ রাখাল রাহা, অলিক মৃ ও আরমানুল হক ও অন্যান্যদের দ্রুত গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে। একইসঙ্গে তাদের পক্ষে যারা সাফাই গাইছে বিশেষ করে দেশবিরোধী সংবাদমাধ্যম দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারকে নিষিদ্ধ করতে হবে।

৩. ‘আদিবাসী’ শব্দটি সংবিধানবিরোধী ও দেশবিরোধী শব্দ। যে বা যারা ‘আদিবাসী’ স্বীকৃতি চাচ্ছে ও এই দাবির পক্ষে কাজ করছে, প্রচার করছে তারা প্রত্যেকেই বিচ্ছিন্নতাবাদী ও তাদের দোসর। রাষ্ট্রকে স্বপ্রণোদিত হয়ে এই রাষ্ট্রদ্রোহীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।

সারাবাংলা/এএইচএইচ/এইচআই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর