Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১২ হাজার কোটি টাকার ঋণের দায় বেক্সিমকোর ১৬ কোম্পানির

সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ জানুয়ারি ২০২৫ ১৯:৪১ | আপডেট: ২৩ জানুয়ারি ২০২৫ ২১:০১

সচিবালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ড. সাখাওয়াত হোসেন

ঢাকা: বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ৩২টি ফ্যাক্টরির মধ্যে অস্তিত্ব নেই ১৬টির। এই ১৬টি প্রতিষ্ঠানের বিপরীতে রয়েছে ১২ হাজার কোটি টাকার ঋণ। সরকারের সিদ্ধান্তে বেক্সিমকোর কোনো প্রতিষ্ঠানে লে অফ ঘোষণা হয়নি। লে অফ ঘোষণা দিয়েছে ফ্যাক্টরি ম্যানেজম্যান্ট।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ড. সাখাওয়াত হোসেন। তিনি বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানগুলোর শ্রম ও ব্যবসায় পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির আহ্বায়কও। বর্তমানে বেক্সিমকোর তিনটি ফ্যাক্টরি বর্তমানে চলমান রয়েছে।

বিজ্ঞাপন

শ্রম উপদেষ্টা বলেন, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে অবস্থিত ৩২টি ফ্যাক্টরির বিপরীতে ২৯ হাজার ৯২৫ কোটি টাকাসহ বেক্সিমকো লিমিটেডের মোট ব্যাংক ঋণ ৪০ হাজার কোটি টাকারও বেশি। এর মধ্যে শুধু জনতা ব্যাংকের পাওনা রয়েছে ২৩ হাজার ২৮৫ কোটি টাকা।

তিনি আরও বলেন, গত ২১ জানুয়ারি বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের কর্মচারী ও শ্রমিকরা গাজীপুরের শ্রীপুর মায়ানগর মাঠে জমায়েত হয়ে লে-অফ প্রত্যাহার করে ফ্যাক্টরিসমূহ খুলে দেওয়ার দাবি জানান। তারা ঘোষণা দেন, ২২ জানুয়ারি বিকেল ৩টার মধ্যে ফ্যাক্টরি খুলে না দিলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধসহ শাটডাউন কর্মসূচি গ্রহণ করবেন।

সারাবাংলা/ইএইচটি/এনজে

উপদেষ্টা ঋণ বেক্সিমকো

বিজ্ঞাপন

খুলনায় যুবক গুলিবিদ্ধ
২৩ জানুয়ারি ২০২৫ ২৩:০২

আরো

সম্পর্কিত খবর