Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুফিসাধক আহমদ উল্লাহ’র ওরশে মাইজভাণ্ডারে ভক্তের ঢল

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ জানুয়ারি ২০২৫ ২০:০০

রওজা প্রাঙ্গণে জিকির এবং সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারীর পরিচালনায় মোনাজাত অনুষ্ঠিত হয়েছে

চট্টগ্রাম ব্যুরো: উপমহাদেশের প্রখ্যাত সুফিসাধক মাইজভাণ্ডারী তরিকার প্রবর্তক সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারীর ১১৯তম বার্ষিক ওরশ উপলক্ষে লাখো ভক্তের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠেছে চট্টগ্রামের মাইজভাণ্ডার শরীফ।

ওরশের দ্বিতীয় দিন বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় মাইজভাণ্ডার শরীফে সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারীর রওজায় গিলাপ চড়ান গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী ও সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী।

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন ভারতের শিক্ষাবিদ ড. শেখ মকবুল ইসলাম, খান অ্যাগ্রো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দুল হক খান, ফনিক্স শিপিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন সৈয়দ সোহেল হাসনাত, চট্টগ্রাম চেম্বারের সাবেক পরিচালক জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবু তাহের, সৈয়দ এরহাম হোসাইন, সৈয়দ মানাওয়ার হোসাইন।

পরে রওজা প্রাঙ্গণে জিকির এবং সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারীর পরিচালনায় মোনাজাত অনুষ্ঠিত হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতিবছরের মতো এবারও ওরশে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা ধর্ম-বর্ণ নির্বিশেষে লাখো ভক্তের সমাগম ঘটেছে। এসেছেন ভারত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সৌদি আরব, কাতার, কুয়েত, চীন, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ওমানসহ নানা দেশ থেকে আসা অসংখ্য ভক্ত-অতিথি। ওরশ উপলক্ষে মাইজভাণ্ডার শরীফের আশপাশে মেলা বসেছে।

ওরশের প্রধান দিবস শুক্রবার (২৪ জানুয়ারি) রাত ১২টা ১ মিনিটে গাউছিয়া আহমদিয়া মঞ্জিল শাহী ময়দানে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও মুক্তি কামনায় আখেরী মোনাজাত হবে। মোনাজাত পরিচালনা করবেন সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী।

বিজ্ঞাপন

সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী ১৮২৬ সালের ১৪ জানুয়ারি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মাইজভাণ্ডার গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯০৬ সালের ২৩ জানুয়ারি এ সুফিসাধক মারা যান।

সারাবাংলা/আরডি/এনজে

ওরশ ঢল ভক্ত সুফিসাধক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর