Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারী সাংবাদিকদের প্রতিবন্ধকতা জরিপ করবে আর্টিকেল নাইনন্টিন

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ জানুয়ারি ২০২৫ ২০:২৫ | আপডেট: ২৩ জানুয়ারি ২০২৫ ২০:৩১

সারা দেশের নারী সাংবাদিকদের নিয়ে আয়োজিত সেমিনার

ঢাকা: বাংলাদেশের নারী সাংবাদিকদের প্রতিবন্ধকতাগুলো খুঁজে বের করতে কাজ করবে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন আর্টিকেল নাইনন্টিন।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে রাজধানীর এক হোটেলে সারা দেশের নারী সাংবাদিকদের নিয়ে আয়োজিত এক সেমিনারে এসব তথ্য দেন আর্টিকেল নাইনন্টিনের প্রোগ্রাম অফিসার মোহাম্মদ শাহনেওয়াজ।

তিনি জানান, ‘আমরা সারা বাংলাদেশের নারী সাংবাদিকদের ওপর জরিপ করব। ইতোমধ্যে কিছু জরিপ করা হয়েছে। তার মধ্যে আমরা দেখেছি, গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোতে উচ্চপদে নারী সাংবাদিকদের উপস্থিতি একেবারই নেই। অধিকাংশ নারী সাংবাদিকরাই সাংবাদিকতা ছেড়ে দিয়ে অন্য পেশায় চলে গেছেন। বেতন বৈষম্যও রয়েছে। সে বিষয়গুলো নিয়ে আমরা জরিপ করব এবং কেনো বা কি কারণে এই ঘটনাগুলো ঘটছে সেটিও খুঁজে বের করে সমাধানের পথ বের করে নিব।’

অনুষ্ঠানে প্রেস ইন্সটিটিউট বাংলাদেশের মহাপরিচালক ফারুক ওয়াসিফ জানান, ‘নারী সাংবাদিকদের ইস্যূতে আমরা পিআইবি থেকেও কাজ করব। ঝরে পড়া নারী সাংবাদিকদের খুঁজে বের করে মেইন স্ট্রিমে আনার বিষয়েও কথা বলব। এ ছাড়া নারী ইস্যূতে যে কোনো রিপোর্ট প্রকাশের ক্ষেত্রে আমাদের সহযোগিতা থাকবে। যদি অনুসন্ধানি কোনো ভালো রিপোর্ট করার ক্ষেত্রে ফান্ডের প্রয়োজন হয়, আমরা সেই ব্যবস্থাও করব। তবে নারী সাংবাদিকদের বলতে হবে। জানাতে হবে তাদের বাধাগুলো কি কি? গণমাধ্যমগুলোতে তারা কি কি ধরনের সমস্যায় পড়ে সেগুলি জেনে আমরা আলোচনার মাধ্যমে পদক্ষেপ নিতে পারব।’

অনুষ্ঠানে সারা দেশ থেকে বিভিন্ন গণমাধ্যমের প্রায় ৩৫ জন নারী সাংবাদিক উপস্থিত ছিলেন। তারা বেশকিছু প্রতিবন্ধকতা তুলে ধরেন। তাদের বক্তব্যে উঠে এসেছে যে অনেক প্রতিষ্ঠানে মাতৃত্বকালীন ছুটি নেই। ছুটি থাকলেও বেতনবিহীন। আবার ছুটি কাটিয়ে আসার পরই দেখা যায় চাকরি নেই। কেউ বলেছেন, রাতে গাড়ির ব্যবস্থা করা হয় না। এ ছাড়া একই পদে পুরুষ সহকর্মীর তুলনায় মেয়ে সহকর্মীর বেতন কম। বড় পদে মেয়েদেরকে সুযোগ দেওয়া হয় না।

বিজ্ঞাপন

আর্টিকেল নাইনন্টিন থেকে জানানো হয়, জরিপ শেষে তারা একটি প্রটোকল লিখিত আকারে সরকারের কাছে সুপারিসের মাধ্যমে উপস্থাপন করবে এবং এইসকল সমস্যার সমাধানের জন্য চেষ্টা করা হবে।

সারাবাংলা/এফএন/এইচআই

আর্টিকেল নাইনন্টিন নারী সাংবাদিক

বিজ্ঞাপন

খুলনায় যুবক গুলিবিদ্ধ
২৩ জানুয়ারি ২০২৫ ২৩:০২

আরো

সম্পর্কিত খবর