নড়াইল: নড়াইলের বিএনপি নেতা সৈয়দ মোর্শেদ তৌহিদ সোহেলের ছেলে মোটরসাইকেল আরোহী মাসরুর বীন মোর্শেদ মিথিল (২৫) যশোরে কাভার্ডভ্যানের চাপায় নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে যশোর-বেনাপোল মহাসড়কের গদখালী কালী মন্দির সংলগ্ন মঠবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাসরুর বীন মোর্শেদ মিথিল নড়াইল জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ মোর্শেদ তৌহিদ সোহেলের একমাত্র ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কাভার্ডভ্যানটি যশোর থেকে বেনাপোলের দিকে যাচ্ছিল। মঠবাড়িয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত হন অপর এক আরোহী। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।
নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুল ইসলাম দুর্ঘটায় নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।