Sunday 13 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিয়ে বাড়িতে ডেকোরেটর ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৩ জানুয়ারি ২০২৫ ২১:২৯

প্রতীকী ছবি।

বগুড়া: বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় বিয়ে বাড়িতে কাজ করতে আসা ফিরোজ শাহ (৩৫) নামে এক ডেকোরেটর ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের শেরপুর তালুকপাড়া গ্রামে বিয়ে বাড়ি থেকে তার অর্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

মৃত ফিরোজ পর্শবার্তী জুয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার রায়কালি গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা, ব্যবসায়ী ফিরোজ ডেকোরেটরের কাজে তালুকপাড়া গ্রামে বিয়ে বাড়িতে আসেন। সকালে বিয়ে বাড়ির পাশে একটি গাছের ডালে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখে এলাকার লোকজন পুলিশে খবর দেয়।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা সেটি এখনই বলা সম্ভব না। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

সারাবাংলা/এসআর

জুয়পুরহাট বগুড়া মরদেহ উদ্ধার রহস্যজনক মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর