Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় বৃদ্ধের চোখ উপড়ে ফেলার চেষ্টা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ জানুয়ারি ২০২৫ ২৩:৩৮

দিঘলিয়া থানা। ছবি: সংগৃহীত

খুলনা: খুলনার দিঘলিয়ায় প্রতিপক্ষের হামলায় মন্টু গাছি (৫৫) নামে এক বৃদ্ধের চোখ উপড়ে ফেলার চেষ্টার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে উপজেলার চন্দ্রনী মহল এলাকায় এ ঘটনা ঘটে। আহত মন্টু দিঘলিয়া উপজেলার চন্দনিমহল কাটাবন এলাকার ইয়াদ গাছির ছেলে।

পুলিশ জানায়, সকালে মন্টু গাছি চন্দনীমহল কাটাবন এলাকার একটি দোকানে আসে আসেন। এর কিছুক্ষণ পর ওই দোকানে প্রবেশ করে কৃষকদলের নেতা সরফরাজ হোসেন। তাদের মধ্যে ধাওয়া পালটা ধাওয়া হয়। এ সময়ে সরফরাজের নেতৃত্বে ৩-৪ জন মন্টু গাছির ওপর হামলা চালায়। একপর্যায়ে তারা মন্টুর চোখের মধ্যে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে সে মারাত্মক জখম হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। তার অবস্থা গুরুতর দেখে সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়।

বিজ্ঞাপন

দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শামীম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দোষীদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।’

সারাবাংলা/এইচআই

খুলনা চোখ উপড়ে ফেলার চেষ্টা