মাত্র ৪ দেশের ক্রিকেটার নিয়ে আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশ
২৪ জানুয়ারি ২০২৫ ১৫:৪৮ | আপডেট: ২৪ জানুয়ারি ২০২৫ ১৫:৫৪
নতুন বছরের শুরুতেই আগের বছরের সেরা ক্রিকেটারদের নিয়ে বর্ষসেরা একাদশ প্রকাশ করে আইসিসি। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে এবারের ওয়ানডে একাদশ অন্য সব বছরের চেয়ে অনেকটাই ভিন্ন। মাত্র চারটি দেশের ক্রিকেটারদের নিয়েই এবার সাজানো হয়েছে আইসিসির বর্ষসেরা একাদশ। এই একাদশে জায়গা হয়নি বাংলাদেশের কোনো ক্রিকেটারের।
টি-২০ বিশ্বকাপের বছর হওয়ায় ২০২৪ সালে দলগুলো স্বাভাবিকের চেয়ে একটু কম ওয়ানডেই খেলেছে। এর প্রভাবটা পড়েছে ক্রিকেটারদের পারফরম্যান্সেও। এবারের বর্ষসেরা একাদশে সবচেয়ে বেশি ক্রিকেটার আছে শ্রীলংকার। ৪ জন লংকান ক্রিকেটারের পাশাপাশি পাকিস্তানের ৩ ও আফগানিস্তানের ৩ ক্রিকেটার আছেন এই একাদশে। ওয়েস্ট ইন্ডিজ থেকে জায়গা করে নিয়েছেন মাত্র একজন।
এবারের বর্ষসেরা ওয়ানডে একাদশের ১০জন ক্রিকেটারই এশিয়া থেকে। একাদশে নেই বাংলাদেশ, ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকার কোনো ক্রিকেটার।
একাদশে ওপেনার হিসেবে আছেন পাকিস্তানের সাইম আইয়ুব ও আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজ। এরপর আছেন গত বছরে ৫০ ওভারের ক্রিকেটে দারুণ সময় কাটানো পাথুম নিশানকা, কুশল মেন্ডিস ও চারিথ আসালাংকা। দলের অধিনায়ক হিসেবে আছেন আসালাংকা।
এবারের একাদশে একমাত্র অ-এশিয়ান হিসেবে একাদশে আছেন ক্যারবিয়ান ব্যাটার শেরফান রাদার্ডফোর্ড। এরপর আছেন আজমতউল্লাহ ওমরজাই, ওয়ানিন্দু হাসারাঙ্গা, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, এএম ঘাজানফর।
বর্ষসেরা ওয়ানডে একাদশ- সাইম আইয়ুব, রহমানউল্লাহ গুরবাজ, পাথুম নিশানকা, কুশল মেন্ডিস, চারিথ আসালাংকা, শেরফান রাদারফোর্ড, আজমতউল্লাহ ওমরজাই, ওয়ানিন্দু হাসারাঙ্গা, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, এএম ঘাজানফর।
সারাবাংলা/এফএম