রিয়াল ছেড়ে সৌদিতেই যাচ্ছেন ভিনিসিয়াস?
২৪ জানুয়ারি ২০২৫ ২০:১০
গত কয়েক সপ্তাহ ধরেই তার রিয়াল মাদ্রিদ ছাড়ার গুঞ্জন তুঙ্গে। রিয়াল ছেড়ে সৌদি প্রো লিগে যাচ্ছেন ভিনিসিয়াস জুনিয়র, শোনা যাচ্ছে এমনটাই। নানা গুঞ্জনের মাঝে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি বলছেন, তার বিশ্বাস রিয়ালে ছেড়ে এই মুহূর্তে কোথাও যাচ্ছেন না ভিনি।
গত মৌসুমে রিয়ালের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন ভিনিসিয়াস। লা লিগা ও চ্যাম্পিয়ন লিগ জয়ের সুবাদে হয়েছে ফিফার বর্ষসেরা ফুটবলারও। স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো গত একমাস ধরেই বলছে, সৌদির ক্লাবগুলো রেকর্ড ট্রান্সফার ফিতে ভিনিকে দলে ভেড়ানোর প্রস্তাব দিয়েছে।
দলবদলের এই খবরে আগুনে ঘি ঢেলেছিল ভিনির একটি স্ট্যাটাস। ভিনি বলেছিলেন, তার স্বপ্নটা অনেক বড়, ইতিহাস গড়তে চান তিনি। বিশ্বের নানা প্রান্তের বড় ফুটবলারদের সাথে খেলার স্বপ্নের কথা জানানোর এই স্ট্যাটাসের পর অনেকেই ধারণা করছেন, ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাব আল নাসর কিংবা নেইমারের ক্লাব আল হিলালে যোগ দিতে পারেন ভিনি। বিশেষ করে নেইমার আগামী মৌসুমে আল হিলাল ছাড়লে তার পরিবর্তে ভিনিকে দলে নিতে চাইবে আল হিলাল, শোনা যাচ্ছে এমনটাই।
এত গুঞ্জনের মাঝে রিয়াল কোচ আনচেলত্তি বলছেন, ভিনি রিয়াল ছেড়ে কোথাও যাচ্ছেন না, ‘আমি যতটুক জানি, সে রিয়াল ছেড়ে এই মুহূর্তে কোথাও যাচ্ছে না। এখানে সে অনেক ট্রফি জিতেছে। গত মৌসুমেই চ্যাম্পিয়নস লিগ ও লা লিগা জিতেছি আমরা। সে এখানেই ইতিহাস গড়ছে।’
ভিনিসিয়াস অবশ্য কখনোই রিয়াল ছাড়া কিংবা সৌদির ক্লাবে যোগ দেওয়ার ব্যাপারে সরাসরি মুখ খোলেননি। শেষ পর্যন্ত ভিনির চূড়ান্ত সিদ্ধান্ত কী হয়, সেটার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।
সারাবাংলা/এফএম
কার্লো আনচেলত্তি ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদ সৌদি প্রো লিগ