Friday 24 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুবির শিক্ষার্থীকে প্রকাশ্যে গুলি করে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৪ জানুয়ারি ২০২৫ ২২:৫৬ | আপডেট: ২৪ জানুয়ারি ২০২৫ ২২:৫৮

খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অর্ণব কুমার সরকার

খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অর্ণব কুমার সরকারকে (২৬) প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ৮ টার দিকে খুলনা মহানগরীর কেডিএ অ্যাভিনিউ সড়কের তেঁতুলতলার মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত অর্নব নগরীর বসুপাড়া এলাকার বাসিন্দা নিতিশ কুমার সরকারের ছেলে।

স্থানীয়রা জানায়, রাতে অর্ণব ময়লাপোতা থেকে শিববাড়ি যাচ্ছিল। এ সময় মোটরসাইকেল বহর থেকে তাকে লক্ষ্য করে গুলি করা হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে সে নিচে পড়ে যায়। আশপাশের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) এডিসি (মিডিয়া) মোহাম্মদ আহসান হাবীব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সারাবাংলা/এইচআই

অর্ণব কুমার সরকার খুলনা খুলনা বিশ্ববিদ্যলয় গুলি করে হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর