ট্রাম্পের প্রতিরক্ষা সচিব হচ্ছেন বিতর্কিত পিট হেগসেথ
২৫ জানুয়ারি ২০২৫ ০৯:৪৭ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২৫ ১১:৪৩
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের সমতা ভঙ্গের ভোটে ফক্স নিউজের সাবেক উপস্থাপক পিট হেগসেথকে প্রতিরক্ষা সচিব হিসেবে নিশ্চিত করেছে সিনেট। হেগসেথের বিরুদ্ধে যৌন নির্যাতন এবং মদ্যপানের অভিযোগ থাকা সত্ত্বেও এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ ব্যক্তি এবং ডানপন্থী ভাষ্যকার পিট হেগসেথ, যিনি বিভিন্ন সময়ে নারীদের যুদ্ধক্ষেত্রে অংশগ্রহণের বিরোধিতা করেছেন এবং সামরিক বাহিনীতে শীর্ষ কর্মকর্তাদের সরিয়ে দেওয়ার সুপারিশ করেছিলেন। তার বিরুদ্ধে ওঠা নানান অভিযোগ সত্ত্বেও রিপাবলিকানদের সমর্থনে মনোনয়ন নিশ্চিত করেছে সিনেট।
রিপাবলিকানদের প্রায় পুরো কনফারেন্স হেগসেথের পক্ষে ভোট দেয়, তবে সিনেটে ডেমোক্র্যাটরা সবাই তার বিপক্ষে ভোট দেয়, যার ফলে ভোট ৫০-৫০ হয়। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স টাই-ব্রেকিং ভোট দিয়ে হেগসেথকে নিশ্চিত করেন।
হেগসেথের বিরুদ্ধে সাম্প্রতিক মাসগুলোতে যৌন নির্যাতন ও কর্মস্থলে অসদাচরণের অভিযোগ উঠেছিল। এছাড়া তার শরীরের ট্যাটুতে ডানপন্থী ও নব্য-নাৎসি গোষ্ঠীর প্রতীক থাকার বিষয়টি চিহ্নিত হওয়ার পর চরমপন্থা বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেন।
২০২০ সালে প্রকাশিত তার বই আমেরিকান ক্রুসেড-এ তিনি যুক্তরাষ্ট্রে বিভাজনের সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। ডেমোক্র্যাটদের সঙ্গে সাক্ষাৎ না করে হেগসেথ তার পক্ষপাতমূলক মনোভাবের প্রমাণ দিয়েছেন বলে সমালোচনা উঠে।
সিনেটের শুনানিতে তার বিরুদ্ধে ওঠা যৌন নির্যাতন ও মদ্যপানের অভিযোগ সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি এ অভিযোগগুলোকে গোপন অপপ্রচার বলে উল্লেখ করেন এবং সরাসরি উত্তর এড়িয়ে যান।
হেগসেথ বলেন, প্রতিরক্ষা বিভাগে যোদ্ধার সংস্কৃতি প্রতিষ্ঠা করবেন এবং সামরিক বাহিনীতে বৈচিত্র্য ও অন্তর্ভুক্তি নীতিগুলো বাতিল করবেন। ট্রাম্পের মিত্ররা তার পক্ষে ঐক্যবদ্ধ থেকে তার মনোনয়ন নিশ্চিত করতে জোর দেন।
প্রতিরক্ষা বিভাগে পিট হেগসেথের নেতৃত্ব নিয়ে ডেমোক্র্যাটদের তীব্র বিরোধিতা এবং রিপাবলিকানদের মধ্যেও কিছু সন্দেহ থাকা সত্ত্বেও, শেষ পর্যন্ত তিনি নিশ্চিত হন।
সারাবাংলা/এনজে