Saturday 03 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিকেলে দেশে ফিরছেন ড. ইউনূস

সারাবাংলা ডেস্ক
২৫ জানুয়ারি ২০২৫ ১২:৫১ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২৫ ১৬:৩৬

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে ড. মুহাম্মদ ইউনূস। ছবি: প্রধান উপদেষ্টার কার্যালয়

ঢাকা: চার দিনের সুইজারল্যান্ড সফর শেষে আজ (২৫ জানুয়ারি) দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে (ডব্লিউইএফ) অংশ নিতে সুইজারল্যান্ডের দাভোসে গিয়েছিলেন তিনি। সংবাদ মাধ্যম বাসসের বরাতে এ তথ্য জানা গেছে।

প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, প্রধান উপদেষ্টা এবং তাঁর সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট শুক্রবার (২৪ জানুয়ারি) স্থানীয় সময় রাত ৯টা ৫০ মিনিটে জুরিখ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে।

শনিবার (২৫ জানুয়ারি) বিকেল ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণ করবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ২১ জানুয়ারি ড. ইউনূস দাভোসে পৌঁছান। সেখানে তিনি ডব্লিউইএফ সম্মেলনে অংশ নিয়ে বিশ্ব নেতাদের সঙ্গে বিভিন্ন বৈঠক ও আলোচনা করেন। চার দিনের এই সম্মেলনে তিনি ৪৭টি ইভেন্টে অংশ নিয়েছেন, যার মধ্যে ছিলেন চারজন রাষ্ট্র বা সরকার প্রধান, মন্ত্রী পর্যায়ের চারজন প্রতিনিধি, জাতিসংঘের ১০ জন শীর্ষ কর্মকর্তা এবং বৈশ্বিক শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানের সিইওরা।

এছাড়া, ড. ইউনূস ডব্লিউইএফ আয়োজিত ৯টি প্রোগ্রাম, ৮টি মিডিয়া ইনগেজমেন্ট এবং আরও দু’টি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন।

সারাবাংলা/এনজে