Thursday 10 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সরকার-বিএনপি-জামায়াতের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব নেই’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ জানুয়ারি ২০২৫ ১৮:২৮ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২৫ ১৮:৩০

জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারি সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন

নরসিংদী: সরকার, বিএনপি ও জামায়াতের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই জানিয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, দেশবাসী আমাদের মধ্যে কোনো বিভাজন দেখতে চায় না। এ অবস্থায় আমাদের মধ্যে ঐক্যটাই হচ্ছে সবেচেয়ে বড় দাবি। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে যে সমস্ত সংস্কার অপরিহার্য তা করেই যাতে জাতীয় সংসদ নির্বাচন হয়, এটাই আমাদের দাবি ছিল, আছে।

শনিবার (২৫ জানুয়ারি ) দুপুরে নরসিংদীর ইউএমসি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে জেলার জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারি সম্মেলনে সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা পরস্পরের শত্রু হয়ে গেছি। আমার মনে হয় জাতীয় পর্যায়ের নেতাদের মধ্যে এ বিষয়ে সচেতনতা আছে। আমরা ফ্যাসিবাদের জন্য কোনো সুযোগ করে দিচ্ছি না তো? এ ধরনের বিষয়ে সবাই সচেতন আছেন।’

বিজ্ঞাপন

জামায়াতে ইসলামীর নরসিংদী জেলা আমীর মাওলানা মুসলেহ উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল মাওলানা আমজাদ হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় দফতর সম্পাদক আ.ফ.ম আব্দুস সাত্তার, নারায়ণগঞ্জ মহানগর আমীর আব্দুল জব্বার।

সারাবাংলা/এইচআই

অ্যাডভোকেট এহসানুল মাহবুব জামায়াতে ইসলামী নরসিংদী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর