ঢাকা: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারের বিভক্তি এড়াতে তাদের নিরপেক্ষ চরিত্র অক্ষুন্ন রাখতে হবে। সংস্কার ও নির্বাচনের পথে গণতান্ত্রিক অভিযাত্রায় নিজেদের লক্ষ্যে অবিচল থাকতে হবে। তা না হলে বিপদ আছে।
শনিবার (২৫ জানুয়ারি) ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর কমিটির সভায় তিনি এ সব কথা বলেন।
সাইফুল হক বলেন, ‘রাজনৈতিক ভিন্নতার মধ্যেও জাতীয় ঐক্য ধরে রাখা দরকার। গণতান্ত্রিক উত্তরণের গুরুত্বপূর্ণ যাত্রায় জাতীয় ঐক্যকে চোখের মণির মত রক্ষা করা প্রয়োজন। কারও বাড়াবাড়ি বা হটকারিতায় গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেওয়া যাবে না। এ ব্যাপারে গণঅভ্যুত্থান পক্ষের সবাইকে সতর্ক থাকতে হবে।’
তিনি বলেন, ‘রাজনৈতিক দলসমূহের সঙ্গে সরকারের দূরত্ব আরও কমিয়ে আনা দরকার। তাদের পথ হারাবার বা বিভ্রান্ত হওয়ার কোন সুযোগ নেই।’
তিনি আরও বলেন, ‘বিপ্লবের পেছনে যেমন প্রতিবিপ্লব থাকে, তেমনি গণঅভ্যুত্থানের পেছনেও প্রতিঅভ্যুত্থানের ঝুঁকি থাকে। সে কারণে গণঅভ্যুত্থানের সব পক্ষকে রাজনৈতিক বিতর্কের মাঝেও নিজেদের মধ্যকার সাধারণ বোঝাপড়া অব্যাহত রাখতে হবে।’
তিনি বলেন, ’২৪ এ ছাত্র-জনতার গণঅভ্যুত্থান শোষণহীন সাম্যভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার ঐতিহাসিক সুযোগ এনে দিয়েছে। এই সুযোগ এবার আর বিনষ্ট হতে দেওয়া যাবে না।’ এ জন্য তিনি সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর কমিটির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, মহানগর কমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জামিরুল রহমান ডালিম, মোহাম্মদ রিয়েল, জোনায়েত হোসেন, বাবর চৌধুরী, নূর ইসলাম, মোহাম্মদ হোসেন, আরিফুল ইসলাম, রাজেশ খান, ঈমন হোসেন, নূরুল ইসলাম, মোহাম্মদ সুমন, সুজন শেখসহ আরও অনেকে।
সভায় আগামী ১৪ ফেব্রুয়ারী পার্টির ঢাকা মহানগর কমিটির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়।