Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জাগ্রত তরুণরাই দেশটাকে পরিবর্তন করতে পারবে’

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ জানুয়ারি ২০২৫ ২০:০৩ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২৫ ২১:৫২

জাতীয় যুব সম্মেলনে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। ছবি: সারাবাংলা।

ঢাকা: সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, জাগ্রত তরুণরাই এ দেশটাকে পরিবর্তন করতে পারবে। আজকের তরুণ প্রজন্ম ছাত্র-ছাত্রীরাই সুপ্ত প্রতিভাকে কাজে লাগিয়েই ক্ষুধা- দারিদ্রমুক্ত, আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়তে পারবে।

শনিবার (২৫ জানুয়ারি) সাভারে গণস্বাস্থ্য কেন্দ্র অডিটরিয়ামে দুদিন ব্যাপী ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশের আয়োজনে অষ্টাদশ জাতীয় যুব সম্মেলন ২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘বিগত সময়ের সরকার গত ৫০ বছর ধরে বাংলাদেশকে অপশাসনের দিকে নিয়েছিল, ১৫টি বছর তারা মিথ্যার রাজত্ব কায়েম করেছে, অন্যায়ের প্রশ্রয় দিয়ে দেশকে অর্থনৈতিকভাবে চুরমার করেছিল। এটাতো রাজনৈতিক দর্শন নয়।’

বিজ্ঞাপন

উপদেষ্টা বলেন, আমরা অন্যায়ের প্রশ্রয় দিয়েছিলাম বলেই ২৪ এর আন্দোলন হয়েছে। আমরা যা করতে পারিনি, তোমরা তা করে দেখিয়েছো। ভবিষ্যতেও তরুণ প্রজন্মরা কোনো অন্যায়কে ছাড় দিবে না।

উপদেষ্টা আরও বলেন, ‘দারিদ্রকে আমাদের ভাবনা থেকে দূরে রাখতে হবে। দেশটাকে ভালোবেসে মেধা, গুণ দিয়ে তোমরাই পারবে দেশটাকে আমূল পরিবর্তন করে দিতে। সকলে মিলেই আমরা দেশটাকে গড়ব।’

অনুষ্ঠানে ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশের উপদেষ্টা ড. বদিউল আলম মজুমদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ইয়ুথ এন্ডিং হাঙ্গারের ইন্টেরিয়র কান্ট্রি ডিরেক্টর গবেষক প্রশান্ত ত্রিপুরা।

সারাবাংলা/এফএন/এসআর

উপদেষ্টা শারমীন এস মুরশিদ জাগ্রত তরুণ জাতীয় যুব সম্মেলন ২০২৫