Monday 27 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘১ মাসের আন্দোলনে বিজয় এসেছে, এটা ঠিক না’

স্পেশাল করেসপডেন্ট
২৫ জানুয়ারি ২০২৫ ২১:১১ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২৫ ২১:১৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, এক মাসের আন্দোলনে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বিজয় এসেছে, এটা ঠিক না। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পেছনে বিএনপির দীর্ঘ সময়ের ত্যাগ ছিল।

শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে নিউইয়র্ক বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ড. মোশাররফ হোসেন বলেন, ‘আন্দোলনের ফসল হিসেবে যারা ক্ষমতায় বসেছে তাদের দাবি অনুযায়ী তারা নিরপেক্ষ সরকার। এ দেশের মানুষ তাদের দায়িত্ব দিয়েছে। দেশের মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য তাদের প্রতিশ্রুতি আছে। তাই অনির্দিষ্টকালের জন্য অন্তর্বর্তী সরকার থাকতে পারে না।’

তিনি বলেন, ‘নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে যত দ্রুত সম্ভব নির্বাচনের দিকে যাওয়া উচিত। ১৭ বছর ধরে যারা ক্ষমতায় ছিল, তারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করার চেষ্টা করছে। তবে, আমরা বিশ্বাস করি অন্তর্বর্তী সরকার অতি শিগগিরই নির্বাচনের দিন-তারিখ ঘোষণা করবে। এরপর জনগণ নির্বাচনমুখী হবে। জনগণ যখন নির্বাচনমুখী হয়ে যাবে তখন আর কোনো ষড়যন্ত্র কাজে দেবে না। জনগণই সব ষড়যন্ত্রের মোকাবিলা করবে। অতএব, অনতিবিলম্বে নির্বাচন দিন।’

নিউইয়র্ক বিএনপি শাখার সভাপতি অলিউল্লা আতিকুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাঈদের সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালামসহ আরও অনেকে বক্তব্য দেন।

সারাবাংলা/এজেড/এইচআই

ড. খন্দকার মোশাররফ হোসেন বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর