Monday 27 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিএনপি নতুন করে আর কী দেখাবে’

স্পেশাল করেসপডেন্ট
২৫ জানুয়ারি ২০২৫ ২১:২৫ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২৫ ২৩:৩৩

ঢাকা মহানগর উত্তর ইসলামী আন্দোলনের ‘নগর সম্মেলন’এ প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম

ঢাকা: ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, রাজনীতির উদ্দেশ্য হল দেশ, জাতি ও মানুষের কল্যাণ করা। স্বাধীনতার পর যারা ক্ষমতায় এসেছে তারা জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে। এদেরকে নতুন করে দেখার কিছু নাই। বিএনপি নতুন করে আর কী দেখাবে? তারা যা করবে, তা তো আমরা এখন দেখছি।

শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় কাওরানবাজারে ওয়াসা ভবন সংলগ্ন সড়কে ঢাকা মহানগর উত্তর ইসলামী আন্দোলনের ‘নগর সম্মেলন’এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

সৈয়দ রেজাউল করীম বলেন, ‘ছাত্র-জনতার স্বতস্ফুর্ত অভ্যুত্থানের পর মানুষ আশার আলো দেখছে। নীতি ও আদর্শের নাম ইসলাম। যাদের কথা ও কাজে মিল আছে তাদেরকে ক্ষমতায় পাঠাতে হবে। নতুন করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার সুযোগ দেওয়া হবে না।’

তিনি বলেন, ‘দুইটি ইসলামী দলের সৌজন্যে সাক্ষাতে অনেকের গাত্রদাহ শুরু হয়েছে। ৫ আগস্টের পর মানুষ নতুন করে ভাবতে শুরু করেছে। তারা ইসলামের পক্ষে একটি বাক্স চায়। দেশের ইসলামী ও সমমনা দলগুলোকে কীভাবে কাছে এনে একটি বৃহত্তর সমঝোতা গড়ে তোলা যায় এবং নির্বাচনে একটি বাক্স দেওয়া যায়, সে লক্ষ্যে আমরা কাজ করছি।’

ঢাকা মহানগর উত্তর ইসলামী আন্দোলনের সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদের সভপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ আরিফুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ইসলামী আন্দোলনের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, মাওলানা ইমতিয়াজ আলম, মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, মুফতি দেলোয়ার হোসাইন সাকী, মাওলানা লোকমান হোসাইন জাফরী, মাওলানা মকবুল হোসাইন, আলহাজ আনোয়ার হোসেন, মাওলানা নূরুল ইসলাম নাঈম, এম হাসমত আলী, ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন, মুফতি ফরিদুল ইসলাম, মুফতি মো. মাছউদুর রহমান, ডা. মুজিবুর রহমান, মুফতি নিজাম উদ্দীন, শরীফুল ইসলাম আরিফ, ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দীন পরশ প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/এইচআই

আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম ইসলামী আন্দোলন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর