Monday 27 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিএনপির ভাবমূর্তি নষ্ট করতে প্রোপাগান্ডা ছড়াচ্ছে একটি গোষ্ঠী’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ জানুয়ারি ২০২৫ ২১:৪৬ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২৫ ১০:১২

দোয়া-মাহফিলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সারাবাংলা।

ঢাকা: বিএনপির ভাবমূর্তি নষ্ট করতে একটি গোষ্ঠী প্রোপাগান্ডা ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে নয়াপল্টনে আয়োজিত এক দোয়া-মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এ দোয়া-মাহফিল আয়োজন করে।

রিজভী বলেন, ‘বিএনপির ভাবমূর্তি নষ্ট করতে ইচ্ছে করে প্রোপাগান্ডা ছড়াচ্ছে একটি গোষ্ঠী। আমাদের দল সব সময় অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে বিএনপি সবসময় সোচ্চার ছিল, এখনো আছে এবং আগামীতেও থাকবে।’

তিনি বলেন, ‘১/১১-এর ভয় দেখিয়ে সমর্থন নিতে চায় অন্তর্বর্তী সরকার। স্পষ্ট করে বলতে চাই, ভয় দেখিয়ে লাভ হবে না। সবার মতামতের ভিত্তিতে স্বচ্ছ নির্বাচন চায় জনগণ, যা শেখ হাসিনা হতে দেয়নি।’

রিজভী বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলন ও রক্তের ফসল এই অন্তর্বর্তী সরকার। তারা জনগণের আকাঙ্ক্ষা পূরণ করবে। অথচ তাদের প্রয়োজনীয় সংস্কারে মনোযোগ নেই। কলকারখানা বন্ধ, অর্থনীতি নিম্নমুখী। জনকল্যাণে মনোযোগ না দিয়ে ঘোরপ্যাঁচের মধ্যে সরকার।’

তিনি বলেন, ‘বিএনপি বিশ্বাস করে- গণতন্ত্রকে টিকিয়ে রাখতে অন্তর্বর্তী সরকার সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে। প্রয়োজনে তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে। ছাত্র-জনতার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর অবদান অস্বীকার করার কোনো উপায় নেই। সুশীল সমাজের নামে যা বলবেন, যা করবেন, তা মেনে নেওয়ার সুযোগ নেই।’

সারাবাংলা/এজেড/এসআর

বিএনপি রুহুল কবির রিজভী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর