সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনিতে বাড়ির পাশের নিমগাছ থেকে অনিমেশ সরকার (৩৫) নামে এক সাইকেল মিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ তাকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি) উপজেলার শ্রীউলা ইউনিয়নের নাঙ্গল দাড়িয়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
অনিমেশ সরকার ওই এলাকার নিরঞ্জন সরকারের ছেলে।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) নোমান হোসেন জানান, বাড়ির পাশের নিমগাছে তার ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। নিহতের গায়ে কাদিমাটি মাখা ছিল, তাকে হত্যা করা হয়েছে বলে পরিবারের অভিযোগ। এটি হত্যা না আত্মহত্যা সেটি বলা যাচ্ছে না। তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।