Sunday 26 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাজী ফুড ইন্ডাস্ট্রিজের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন কক্সবাজারে অনুষ্ঠিত

সারাবাংলা ডেস্ক
২৫ জানুয়ারি ২০২৫ ২২:৪৪

কক্সবাজারের লং বিচ হোটেলে সম্মেলনের আয়োজন করা হয়েছে

ঢাকা: দেশের খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দুই দিনব্যাপী ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। গত ২২ ও ২৩ জানুয়ারি কক্সবাজারের লং বিচ হোটেলে সম্মেলনের আয়োজন করা হয়। এ বছর সম্মেলনের থিম ছিল ‘দ্য রাইজিং’।

সম্মেলনে উপস্থিত ছিলেন কাজী ফার্মস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান, কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহিন হাসান ও কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর হায়দার চৌধুরী। এ ছাড়া প্রধান কার্যালয়ের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সারা দেশ থেকে আসা বিক্রয় কর্মকর্তারা সম্মেলনে অংশ নেন।

বিজ্ঞাপন

দুই দিনের অনুষ্ঠানে গত বছরের পর্যালোচনা এবং ২০২৫ সালের জন্য পরিকল্পনা, নতুন পণ্য উন্মোচন ও পুরস্কার বিতরণ প্রধান আকর্ষণ ছিল। মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে সম্মেলন শেষ হয়।

সারাবাংলা/এইচআই

কাজী ফুড কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড