১০ম আন্তর্জাতিক পানি সম্মেলন শুরু হচ্ছে রোববার
২৫ জানুয়ারি ২০২৫ ২৩:১০
পটুয়াখালী: পটুয়াখালীর কুয়াকাটায় রোববার (২৬ জানুয়ারি) থেকে পর্দা উঠছে দু’দিনব্যাপী ১০ম আন্তর্জাতিক পানি সম্মেলনের। দেশ-বিদেশের বিশেষজ্ঞদের অংশগ্রহণে বাংলাদেশসহ আন্তঃসীমানায় পানি ও নদী নিয়ে চলমান ভূ-রাজনীতি এবং সমুদ্রের বিদ্যমান সংকট, সম্ভাবনা ও ভবিষ্যৎ নিয়ে আলোকপাত হবে এই আন্তর্জাতিক সম্মেলনে। বাংলাদেশ ছাড়াও নেপাল, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, চীন ও ভারতের বিশেষজ্ঞরা এতে বক্তব্য দেবেন।
এবারের সম্মেলনের প্রতিপাদ্য বিষয়- ‘পানির ভূ-রাজনীতি এবং সমুদ্রের ভবিষ্যৎ’। এই সম্মেলন চলবে ২৭ জানুয়ারি পর্যন্ত। সম্মেলনের আয়োজন করছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা একশনএইড বাংলাদেশ।
এবারের সম্মেলনের উদ্দেশ্য হলো- দেশ-বিদেশের যুব, নারী, অ্যাকাডেমিক, গবেষক, নীতিনির্ধারক, এনজিও, দাতা সংস্থা এবং বাস্তবায়নকারীদের সম্পৃক্ত করে পানি শাসন, নদী ব্যবস্থাপনা এবং পানি ও সমুদ্রের ভবিষ্যতের স্থায়িত্ব নিয়ে বর্তমান চ্যালেঞ্জগুলো সম্পর্কে সক্রিয় আলোচনা করা এবং এই আলোচনাকে উৎসাহিত করার মাধ্যমে এই বিষয়গুলোর ওপর গুরুত্বারোপ করা এবং সচেতনতা তৈরি করা।
পাশাপাশি পানিসম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে অংশীদারদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি করে আঞ্চলিক স্থিতিশীলতা, আঞ্চলিক সহযোগিতা, ন্যায়সঙ্গত বণ্টন এবং পানি ও সামুদ্রিক সম্পদের টেকসই ব্যবস্থাপনাকে উৎসাহিত করা এবং সার্বিক উন্নয়ন নিশ্চিত করা।
এ ছাড়াও পানি, নদী এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় স্থানীয় পর্যায়ে উদ্ভাবনীমূলক সমাধান চিহ্নিত করা ও প্রচার করা, টেকসই এবং সহনশীলনতার দিকে অগ্রসর হওয়া এবং পানি ও সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনায় ন্যায়সংগত ও ন্যায্যতার দৃষ্টিভঙ্গি নিশ্চিত করা সম্মেলনের উদ্দেশ্য।
দু’দিন ব্যাপী সম্মেলনের প্রথম দিনে তিস্তা ও সীমান্তবর্তী নদীগুলোর ভবিষ্যৎ; জলবায়ু পরিবর্তন এবং স্থানীয় উদ্ভাবন; জলবায়ু ভবিষ্যৎ, পানি অর্থায়ন এবং হাইড্রো-কূটনীতির ভূমিকা নিয়ে আলোচনা হবে। দ্বিতীয় দিনে পানি ব্যবস্থাপনায় নারীবাদী দৃষ্টিতে জলবায়ু পরিবর্তন এবং ক্ষমতার সম্পর্ক মূল্যায়ন; পানিবিষয়ক শিক্ষাকে মূলধারায় সম্পৃক্তকরণ; এবং সহযোগিতার ভূ-রাজনীতি এবং সমুদ্র ও পানিসম্পদ রক্ষা নিয়ে আলোচনা হবে।
উল্লেখ্য, পানি সম্পদের গুরুত্ব, পানির ন্যায্যতা এবং নদীর অধিকার নিশ্চিত করবার জন্য জাতীয় ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে একশনএইড বাংলাদেশ। একইসঙ্গে পানিসম্পদ ও তার ব্যবস্থাপনা নিয়ে মানুষের চিন্তার প্রসার, পানি নিয়ে বিভিন্ন উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটানো, বিভিন্ন ধরনের সংলাপকে উৎসাহিত করা, পানি নিয়ে একত্রে কাজ করতে জোট গঠন, আন্তঃসীমান্ত কার্যক্রমের উৎসাহ প্রদান ইত্যাদি উদ্দেশ্যকে মাথায় রেখেই ২০১৬ সাল থেকে আন্তর্জাতিক পানি সম্মেলন আয়োজন করে আসছে দেশের অন্যতম শীর্ষ আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাটি। এরই ধারাবাহিকতায় এ বছর পানির ভূ-রাজনীতি ও মহাসাগরীয় ভবিষ্যৎ নিয়ে সম্মেলনটির আয়োজন করা হচ্ছে।
সারাবাংলা/পিটিএম