Thursday 18 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩ ঘণ্টা পর আরিচা-কাজিরহাট নৌ পথে ফেরি চলাচল শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ জানুয়ারি ২০২৫ ০৯:০১ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২৫ ১২:৪৫

চালু হয়েছে নৌ চলাচল। ছবি: সারাবাংলা

মানিকগঞ্জ: ঘন কুয়াশার কারণে ৩ ঘণ্টা বন্ধ থাকার পর আরিচা-কাজিরহাট নৌ-রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। এর আগে রাত সাড়ে ৪টার দিকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।

রোববার (২৬ জানুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের ডিজিএম নাসির মাহমুদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, যমুনা নদীতে তীব্র কুয়াশার কারণে রাত সাড়ে ৪টার দিকে নৌ দুর্ঘটনা এড়াতে বন্ধ রাখা হয় আরিচা-কাজিরহাট নৌ রুটে ফেরি চলাচল।

এ সময় আরিচা প্রান্তে খানজাহান আলী ও চিত্রা নামের দুটি ফেরি ঘাটে অবস্থান করে। কাজিরহাট প্রান্তে কৃষানি ফেরি নোঙ্গর করে রাখা হয়। এ ছাড়া ধানসিড়ি, হামিদুর ও শাহ আলী ফেরি মাঝ নদীতে নোঙ্গর করা অবস্থায় ছিল।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমপি

বিজ্ঞাপন

আগ্নেয়গিরির ভেতরেই যে গ্রাম!
১৮ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৪০

আরো

সম্পর্কিত খবর