চট্টগ্রামে বন্ধুর ছুরিকাঘাতে যুবক খুন
১৯ জুন ২০১৮ ১০:০৬
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় ছুরিকাঘাতে মো. জসিম (২০) নামে এক যুবক খুন হয়েছেন। সমবয়সী মোবারক নামে তার এক বন্ধু তাকে ছুরিকাঘাত করেছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (১৮ জুন) রাত ১১ টার দিকে নগরীর বাকলিয়া থানার মিয়া খান নগরে এ ঘটনা ঘটে।
নগর পুলিশের উপ কমিশনার (দক্ষিণ) এস এম মোস্তাইন হোসেন সারাবাংলাকে বলেন, প্রাথমিক তদন্তে জানতে পেরেছি, মোবারক ও জসিম বন্ধু। তারা দুজনে বাকলিয়ায় কাপড়ের দোকানে কাজ করে। মোবারকের কাছ থেকে ঈদের আগে একটি শার্ট ও ১০০০ টাকা ধার নিয়েছিল জসিম। মোবারক সেগুলো ফের চাওয়ায় দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে মোবারক জসিমকে ছুরিকাঘাত করে।
গুরুতর আহত জসিমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে মোস্তাইন জানান। ঘাতক মোবারককে গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে বলেও জানিয়েছেন এই কর্মকর্তা।
সারাবাংলা/আরডি/টিএম