Monday 27 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেশি গোল নয়, শিরোপাই এমবাপের মূল লক্ষ্য

স্পোর্টস ডেস্ক
২৬ জানুয়ারি ২০২৫ ১০:৫৫

রিয়ালের হয়ে প্রথম হ্যাটট্রিক পেলেন এমবাপে

রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর বেশ কয়েক মাস নিজেকে হারিয়ে খুঁজেছেন তিনি। কিলিয়ান এমবাপে আদৌ রিয়ালে মানিয়ে নিতে পারবেন কিনা, সেটা নিয়েই উঠেছিল প্রশ্ন। তবে সব সমালোচনার জবাব মাঠেই দিয়েছেন এই ফ্রেঞ্চ তারকা। গত রাতে ভায়াদোলিদের বিপক্ষে ক্লাবের হয়ে প্রথম হ্যাটট্রিকের দেখার পেলে এমবাপে। রিয়ালের দারুণ এক জয়ের পর এমবাপে বলছেন, বেশি গোল করা নয়, ক্লাবকে শিরোপা জেতানোই তার মূল লক্ষ্য।

মৌসুমের শুরুতে কিছুটা ধীরগতি থাকলেও সময় বাড়ার সাথে সাথে নিজেকে ফিরে পেয়েছেন এমবাপে। বিশেষ করে গত দুই মাসে দেখা গেছে সেই চিরচেনা বিধ্বংসী এমবাপেকে। প্রায় প্রতি ম্যাচেই গোলের দেখা পাচ্ছেন তিনি। সব টুর্নামেন্ট মিলিয়ে এখন পর্যন্ত ২২টি গোল করেছেন তিনি।

বিজ্ঞাপন

গত রাতের হ্যাটট্রিকে লা লিগায় তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৫। গত ৫ ম্যাচে এমবাপে বল জালে জড়িয়েছেন ৮বার। তার দুর্দান্ত পারফরম্যান্সেই ২১ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষস্থান মজবুত করেছে রিয়াল। দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকোর চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে গেছেন তারা।

ম্যাচ সেরা হওয়ার পর এমবাপে বলছেন, গোল করা তার আসল লক্ষ্য না, ‘হ্যাটট্রিক পাওয়াতে আমি খুশি। কিন্তু এর চেয়ে বেশি খুশি দলকে জেতাতে পেরে। আজকের জয়টা খবু গুরুত্বপূর্ণ ছিল, বিশেষ করে অ্যাটলেটিকোর ম্যাচের ফলাফলের পর। বেশি গোল করা কখনোই আমার মূল লক্ষ্য না। আমি রিয়ালকে বেশি শিরোপা জেতাতে চাই।’

সারাবাংলা/এফএম

কিলিয়ান এমবাপে রিয়াল মাদ্রিদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর