Thursday 17 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইইউ’র রাষ্ট্রদূতের সঙ্গে জিএম কাদেরের সাক্ষাৎ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ জানুয়ারি ২০২৫ ১৩:২৫ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২৫ ১৫:২৬

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের মাইকেল মিলারের সঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

ঢাকা: বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রোববার (২৬ জানুয়ারি) জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে ঘন্টাব্যাপী এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

জাপা কার্যালয়ে পৌঁছালে মিলারকে স্বাগত জানান জাপা চেয়ারম্যান। এ সময় এক বৈঠকে বাংলাদেশের চলমান রাজনীতি, সংবিধানসহ বিভিন্ন সংস্কার কর্মকাণ্ড, নির্বাচন এবং দেশের উন্নয়ন ও অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

সাক্ষাতে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও দেশ-বিদেশে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তা করার আশ্বাস দেন ইইউ অ্যাম্বাসেডর। এছাড়া পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়েও আলোচনা করেন তারা।

এ সময় জিএম কাদের বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব অকৃত্রিম।’

বৈঠকে জাপা মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য ও চেয়ারম্যানের বিশেষ দূত মাসরুর মওলা এবং বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের পলিটিক্যাল কাউন্সিলর সেবাস্তিয়ান রিজার-ব্রাউন উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এএইচএইচ/ইআ

ইউরোপীয় ইউনিয়ন জিএম কাদের সৌজন্য সাক্ষাৎ

বিজ্ঞাপন

কবরী: স্মৃতিতে ‘মিষ্টি মেয়ে’
১৭ এপ্রিল ২০২৫ ১৬:৪২

আরো

সম্পর্কিত খবর