Monday 27 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আ.লীগের নির্বাচনে অংশগ্রহণ নির্ভর করছে নিবন্ধনের ওপর: সিইসি

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ জানুয়ারি ২০২৫ ১৪:০৯ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২৫ ১৪:১৮

আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আরএফইডি আয়োজিত আরএফইডি টকশো অনুষ্ঠান। ছবি: সারাবাংলা

ঢাকা: প্রধান নিবার্চন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নিবন্ধন থাকার ওপর আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নির্ভর করছে।

রোববার (২৬ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) আয়োজিত আরএফইডি টকশো অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কি-না এমন প্রশ্নে নাসির উদ্দিন বলেন, ‘পলিটিক্যাল ডিবেট চলছে আওয়ামী লীগ নিয়ে। আওয়ামী লীগের বিষয়ে রাজনৈতিক সিদ্ধান্ত হবে, এটা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নয়। তফসিল ঘোষণার সময় যেসব দল নিবন্ধিত থাকবে তারা নির্বাচন করবে।’

অনুষ্ঠানে আয়োজক সংগঠনের সভাপতি একরামুল হক সায়েম সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. হুমায়ূন কবীরের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

এ সময় সিইসি আরও বলেন, ‘সংস্কার কমিশনের অনেক সুপারিশ বাস্তবায়ন হলে কমিশনের স্বাধীনতা খর্ব হবে। সংস্কার কমিশনের বেশ কিছু সুপারিশ ইসির সংবিধানিক দায়িত্বের পরিপন্থী। সংস্কার কমিশনের সুপারিশ মেনে জবাবদিহির ক্ষমতা সংসদীয় কমিটিতে গেলে নির্বাচন কমিশনের স্বাধীনতা ক্ষুণ্ন হবে।’

সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে সংসদীয় কমিটির হস্তক্ষেপের সুযোগ রাখার বিষয়ে তিনি বলেন, ‘এটা নির্বাচন কমিশনের এখতিয়ার। অন্য কারো হস্তক্ষেপ কোনভাবেই গ্রহণযোগ্য না।’

ইসিকে দায়বদ্ধতার ক্ষমতা সংসদীয় কমিটির হাতে দেওয়ার বিষয়েরও সমালোচনা করেন সিইসি।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জুন মাস বা বর্ষাকালে এর আগে নির্বাচন হতে দেখেননি। বলেন, নির্বাচনী প্রস্তুতি অক্টোবরের মধ্যে সম্পন্ন করা সম্ভব। তাই ডিসেম্বরকে কেন্দ্র করেই এগোচ্ছে কমিশন। জানান, ডিসেম্বরে ভোট করতে গেলে অক্টোবরে তফসিল করতে হবে। অক্টোবরের মধ্যে আইন-কানুন, বিধি-বিধান সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান প্রধান নিবার্চন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএল/এমপি

আওয়ামী লীগ নিবার্চন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সিইসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর