Saturday 24 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টেকনাফ স্থলবন্দরে শ্রমিকদের মানববন্ধন, মালামাল ওঠানামা বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ জানুয়ারি ২০২৫ ১৬:৪৫

মানববন্ধন। ছবি: সারাবাংলা।

কক্সবাজার: কক্সবাজারে টেকনাফ স্থলবন্দরে সিন্ডিকেটের মাধ্যমে অর্থ আত্মসাতের প্রতিবাদে এবং ন্যায্য মজুরির দাবিতে মানববন্ধন করেছে শ্রমিকরা। এতে বন্ধ রয়েছে মালামাল ওঠানামা।

রোববার (২৬ জানুয়ারি) সকালে টেকনাফ স্থলবন্দরের প্রধান ফটকে এ কর্মসূচি পালিত হয়েছে। সকাল থেকে ট্রলার ও ট্রাকে মালামাল ওঠানামা বন্ধ রেখেছেন শ্রমিকরা। এতে ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েছেন।

মানববন্ধনে জানানো হয়, বিগত ১৬ বছর ধরে একটি সিন্ডিকেট বন্দরের শ্রমিকদের ন্যায্য মজুরি পাওনা থেকে বঞ্চিত রেখেছে। বন্দরের ম্যানেজারের সঙ্গে কয়েকজন শ্রমিক নেতা (মাঝি) যোগসাজশ করে অর্থ আত্মসাত করে আসছিল। সিন্ডিকেটটি মালামাল ওঠানামা বাবদ ট্রাক প্রতি ১০ হাজার টাকা আদায় করত। কিন্তু সিন্ডিকেটটি ট্রাক প্রতি ২/৩ হাজার টাকা কর্তন করে বাকি টাকা শ্রমিকদের মজুরি প্রদান করতেন।

এ নিয়ে দীর্ঘ সময় ধরে শ্রমিকদের চাপা ক্ষোভের বিস্ফোরণ ঘটে রোববার সকালে। এতে বিক্ষুদ্ধ শ্রমিকরা মালামাল ওঠানামা বন্ধ রেখে জড়িতদের শাস্তির ও মজুরির দাবিতে মানববন্ধন করে। এতে কয়েক শ শ্রমিক অংশগ্রহণ করেন।

বন্দরের শ্রমিক নেতা আব্দুল আমিনের সভাপতিত্বে মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য দেন আব্দুর শুক্কুর, মোহাম্মদ আলম ও ছৈয়দ হোসেন।

এ বিষয়ে স্থলবন্দর পরিচালনাকারি প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্ট লিমিটেড টেকনাফের মহাব্যবস্থাপক মো. জসিম উদ্দিন চৌধুরীর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ না করায় তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

সারাবাংলা/এসআর

কক্সবাজার টেকনাফ স্থলবন্দর মালামাল ওঠানামা বন্ধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর