Monday 27 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কে এম সফিউল্লাহ’র মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

সারাবাংলা ডেস্ক
২৬ জানুয়ারি ২০২৫ ১৭:৪৯ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২৫ ১৯:৩৯

প্রধান উপদেষ্টার শোক। ছবি: সারাবাংলা

ঢাকা: মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কে এম সফিউল্লাহ’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (২৬ জানুয়ারি) এক শোক বার্তায় মুহাম্মদ ইউনূস বলেন, “১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে সেক্টর কমান্ডার হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন কে এম সফিউল্লাহ। তিনি ছিলেন জয়দেবপুরে দ্বিতীয় ইস্টবেঙ্গল রেজিমেন্টের দ্বিতীয় প্রধান। তিনি মুক্তিযুদ্ধের সময় ‘এস’ ফোর্সের নেতৃত্ব দিয়েছেন। মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য ‘বীর উত্তম’ খেতাব পেয়েছেন তিনি।”

বিজ্ঞাপন

‘দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত সেনাপ্রধানের দায়িত্ব পালন করেন কে এম সফিউল্লাহ। দেশ ও দেশের মানুষের প্রতি তার অবদান আমরা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি। বাংলাদেশের সর্বস্তরের মানুষ তার বীরগাথা আজীবন চিরকৃতজ্ঞ চিত্তে স্মরণ করবে,’- বলেন প্রধান উপদেষ্টা।

শোক বার্তায় প্রধান উপদেষ্টা কে এম সফিউল্লাহ’র আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সারাবাংলা/পিটিএম

কে এম সফিউল্লাহ মৃত্যু প্রধান উপদেষ্টা. শোক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর